Monday, July 28, 2025
Google search engine
Homeঅপরাধআড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী ফেন্সি সোহেল র‍্যাবের হাতে আটক

আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী ফেন্সি সোহেল র‍্যাবের হাতে আটক


আজকের সংবাদ ডেক্সঃ-

নারায়ণগঞ্জের আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী,  মাদক ব্যবসায়ী সোহেল মেম্বার ওরফে ফেন্সি সোহেল ও তার সহযোগী ফজলুল হক ওরফে ফজু-কে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

বৃহস্পতিবার (১৩ জুন) ভোরে কুমিল্লার দাউদকান্দি ব্রিজ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃত সোহেল মেম্বার (৩৮), এবং ফজলুল হক ওরফে ফজুর (৩০) বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায়।গ্রেপ্তার সোহেল ব্রাক্ষন্দী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও মাদক বিক্রিতা মকবুল হোসেনে ছেলে।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত সোহেল মেম্বার এক সময় ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন। নির্বাচনের পর তিনি মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন এবং এলাকাবাসীর কাছে ‘ফেন্সি সোহেল’ নামে পরিচিত হন। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় চুরি, অপহরণ, হত্যা চেষ্টা, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ ১৪-১৫টি মামলা রয়েছে। একইভাবে সহযোগী ফজুর বিরুদ্ধে ৪-৫টি মামলা রয়েছে।

র‍্যাব আরও জানায়, দীর্ঘদিন ধরে এই চক্রটি মাদক ব্যবসার পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তারা এলাকায় অস্ত্রের মহড়া দিত এবং বিরোধিতাকারীদের ওপর নির্যাতন চালাত। র‍্যাব-১১ গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি চালিয়ে তাদের অবস্থান নিশ্চিত করে অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments