Tuesday, July 15, 2025
Google search engine
Homeঅপরাধআড়াইহাজারে জনতা ধরে দিল ডাকাত,পুলিশ পাঠালো ৫১ ধারায়

আড়াইহাজারে জনতা ধরে দিল ডাকাত,পুলিশ পাঠালো ৫১ ধারায়


স্টাফ রিপোর্টারঃ-
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতি কালে ৩ ডাকাতকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করার পর অদৃশ্য কারণে পুলিশ একজনকে ছেড়ে দিয়ে ২ জনকে ৫১ ধারায় কোর্টে প্রেরণ করেছে।

সোমবার দিবাগত রাতে পৌরসভার ঝাউগড়া এলাকায় একটি হত্যাসহ বেশ কয়েকটি ডাকাতি মামলার আসামী ওই গ্রামের ওসমানের ছেলে রাকিব ডাকাতের ঘরে আরো তিন ডাকাত আশে পাশের কোথাও ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হলে এলাবাসী মাইকে ঘোষণা দিয়ে তাদের ধরে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে। 

আটককৃত ডাকাতরা হলো উপজেলার সাতগ্রাম ইউনিয়নের চারিগাঁও গ্রামের 

বোরহানের ছেলে হিমেল (৩০) একই গ্রামের আফজালের ছেলে জয়নাল এবং পুরিন্দা এলাকার তমিজদ্দিনের ছেলে তামিম মোল্লা।

ঘটনার সময় ডাকাত রাকিবকে আটক করতে গেলে রাকিব জনগণকে পিস্তল ধরে আতংক সৃষ্টি করে পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানান

এলাকাবাসি। অথচ থানা পুলিশ ধৃত ডাকাত তামিম কে অসুস্থতার কারণ দেখিয়ে থানা থেকে ছেড়ে দেয় এবং বাকী দুজনকে ৫১ ধারায় মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করেন বলে জানা যায় । 

এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন, আসামীদের নামে ৩/৪ টি 

করে মাদক মামলা রয়েছে। তাই তাদেরকে ৫১ ধারায় চালান করা হয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, বিষয়টি আমার জানা ছিলনা,আমি বিষয়টি দেখছি। 

এদিকে, আড়াইহাজারে প্রতি রাতে ৪/৫ টি করে ডাকাতির ঘটনা ঘটছে। ফলে এলাকাবাসি ডাকাত আতংকে ভুগছে। এলাকাবাসি আক্ষেপ করে বলেন, পাহারা দিয়ে ডাকাত ধরে পুলিশে দিলে যদি পুলিশ তাদেরকে ছেড়ে দেয় এবং ৫১ ধারায় কোর্টে পাঠায় তা হলে আইনশৃংখলা পরিস্থিতির উন্নতি কিভাবে সম্ভব?

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments