Sunday, July 6, 2025
Google search engine
Homeঅপরাধআড়াইহাজারে জামায়াতে ইসলামীর পথসভায় বিএনপি নেতাকর্মীর হামলা

আড়াইহাজারে জামায়াতে ইসলামীর পথসভায় বিএনপি নেতাকর্মীর হামলা


আড়াইহাজার প্রতিনিধিঃ-

নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা জামায়াতে ইসলামীর পথসভায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা  হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলায় ৭ জামায়াত নেতা কর্মী আহত হয়। এসময় বেশ কয়েকটি মোবাইল ছিনিয়ে নেয়ার ঘটনাও ঘটে। শনিবার বিকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদি এলাকায় এ ঘটনা ঘটে। 

 

আড়াইহাজার দক্ষিন  জামায়াতে ইসলামীর সাবেক আমীর মোতাহার হোসেন জানান, বিকালে গহরদী বাদশা বাড়ী এলাকায় উপজেলা জামায়াত ইসলামীর 

পথসভা ও গণসংযোগ চলাকালীন সময়ে হঠাৎ স্থানীয় বিএনপি নেতা  শাহজাহান শিকারী, শাহপরান শিকারী, শাহজালাল শিকারীসহ ১২/১৩ জন লাঠি সোটা নিয়ে পথসভায় বাধা দেয়। এনিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে হামলাকারীরা মাহমুদপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জামায়াত ইসলামের সভাপতি হাফেজ মাহবুবুর রহমান, জামায়াত কর্মী আসাদুল্যাহ, কাউসার, আলাউদ্দিন, ওসমান,  নুরু মিয়া ও আলাউদ্দিনকে এলোপাথারী কিলঘুষি ও পিটিয়ে আহত করে। এদের মধ্যে আহত হাফেজ মাহবু্ু্বুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এদিকে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ব্যাপারে আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসূফ আলী ভূইয়ার সাথে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, জামায়াত ইসলামী বিগত আওয়ামীলীগের আমলে যারা আমাদের নির্যাতন করেছে তাদেরকে সাথে নিয়ে পথসভা করছিল। সেজন্য আমাদের লোকজন বাধা দিয়েছে। এসময় একটু কথাকাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। তেমন বড় কিছু হয়নাই। 

এব্যাপারে সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, খবর পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে যায়। শুনেছি জামায়াতে ইসলামীর প্রোগ্রাম ভালভাবে সে হয়েছে। মারামরির ঘটনা পুলিশ গিয়ে পায়নি। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে যদি কেউ অভিযোগ করে তবে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments