শাহজাহান কবিরঃ-
নারায়ণগঞ্জের আড়াইহাজারের কুখ্যাত ডাকাত, সন্ত্রাসী ,মাদক ব্যবসায়ী ও পনের মামলার আসামী ডালিমের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। ডালিম দুপ্তারা ইউনিয়নের গিরদা গ্রামের মিজানুর রহমানের ছেলে।
সোমবার সকাল ১০ টায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ি বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে এলাকার শত শত নারী পুরুষ অংশগ্রহণ করে বিক্ষোভ মিছিলে করেন ।
এলাকাবাসী জানায়,দীর্ঘদিন ধরে ডালিম এলাকায় ডাকাতি,মাদক বিক্রি এবং সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। কেউ প্রতিবাদ করলে ডালিম ও তার সহযোগীরা লোকজনকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। তার অন্যায় অত্যাচারে অতিষ্ট হয়ে উপায়ান্ত না পেয়ে তার বিচার এবং গ্রেফতারের দাবিতে এলাকাবাসী এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। এলাকাবাসী আরো জানান, তার নামে ডাকাতি, অস্ত্র ও মাদকসহ থানায় ১৫ টি মামলা রয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সাজ্জাত হোসেন বলেন তার নামে যদি সুনির্দিষ্ট কোন অভিযোগ বা মামলা থাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সহকারী পুলিশ সুপার (গ সার্কেল)মেহেদী ইসলাম বলেন তার বিরুদ্ধে আমরা অনেক অভিযোগ পেয়েছি অনতিবিলম্বে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ।