Tuesday, July 15, 2025
Google search engine
Homeঅপরাধআড়াইহাজারে বৈঠককে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ আহত-১৫

আড়াইহাজারে বৈঠককে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ আহত-১৫


আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
: নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুপ্তারা ইউনিয়নের বান্টি এলাকায় বৈঠকের ঝগড়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। ঘটানাটি ঘটেছে শনিবার (১ মার্চ) সকাল সাড়ে ৮টায়। এ ব্যাপারে উভয় পক্ষ থানায় পাল্টিা পাল্টি অভিযোগ দায়ের করেছে আহতদের অনেকে আড়াইহাজার উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। বাকী কয়েকজনকে অবস্থা গুরুতর বিধায় ঢাকায় রেফার করা হয়েছে। জানা গেছে, এলাকার  খুঁটিনাটি বিষয় নিয়ে দলিল লেখক ওবায়দুল এবং জমির আলীর পুত্র সোহাগ গংদের মধ্যে বিরোধ চলিছিল। 

এ ব্যাপারে শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বিকেলে স্থানীয় ভাবে বান্টি মসজিদ সংলগ্নে বৈঠক বসলে উভয় পক্ষের মধ্যে তর্ক বিতর্ক হয়। এর রেশ ধরে শনিবার সকালে একই এলাকার হিন্দু বসবাসকারী এলাকার আখড়ার নিকট সোহাগ এবং ওবায়দুল হক পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে উভয় পক্ষের নারীসহ প্রায় ১৫ জন গুরুতর আহত হন। আহতরা হলেন,শামীম (৩০) মোক্তার (৩৫) মাশকুর (৪৫) শিমু (২৮) রনি (৩৪) রাজা (৩৭)  ওবায়দুল (৫০), সিরাজুল (৫৬), রবিউল (৩২), রাইয়ান (২৫) মোহসিন (২৯) আরিফুল ইসলাম (২০) ইমন (১৮) সিয়াম (১৭) ইকবাল হাসান (২৬) প্রমুখ। এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments