Home অপরাধ আড়াইহাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষতি

আড়াইহাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষতি

0
3


আড়াইহাজার,(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
-নারায়ণগঞ্জ আড়াইহাজা গোপালদী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

গতকাল বুধবার ভোরে গোপালদী বাজারে সিএনজি পট্টিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনের খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সর ২ ইউনিট ও আড়াইহাজার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সর ২ ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এসময়ে আগুনে সাইদুল টেক্সটাইল, জলিল টেক্সটাইল, আলমগীর টেক্সটাইলের আংশিক, ২ টি ওয়ার্কশপ কারখানা যার মালিক রিপন ও ফজলু, সুনিলের আলমারূ তৈরির কারখানা, মটর তৈরির কারখানা পুড়ে ছাই হয়ে গেছে। সেই সাথে ৫ জন আহত হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।

গোপালদী তদন্ত কেন্দ্রের এসআই হাসান মাদবর এর সত্যতা নিশ্চিত করে বলেন, আগুনের ক্ষয়ক্ষতির তদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে ব্যবসায়ীদের দাবী আগুনে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মাধবদী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. হাদিউল বলেন, বিকট শব্দের মধ্য দিয়ে আগুনের সূত্রপাত ঘটে। এটা গ্যাস না বিদ্যুতের শর্টসার্কিট থেকে সেটা তদন্ত সাপেক্ষে বলা যাবে। আগুন লাগার খবর পাওয়ার সাথে আমাদের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনার নেপথ্যে নাশকতা কিংবা উদ্দেশ্য প্রণোদিত কোন কর্মকাণ্ড আছে কিনা তা ও গুরুত্ব দিয়ে তদন্ত জরুরী বলেও মন্তব্য করেছেন অনেকেই।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাত হোসেন ও গোপালদী পৌরসভা প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন বিথী।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here