আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ-
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৪ ব্যবসায়ীকে অতর্কিতভাবে হামলা চালিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল দশটায় উপজেলার হাইজাদ ইউনিয়নের তিলচন্দী বাজারে। আহত ব্যবসায়ীরা হচ্ছেন তিলচন্দী বাজারের গ্লাস ব্যবসায়ী সুবহান(৫৫) ডেকোরেটর ব্যবসায়ী মোহন (৫৫)গাছ ব্যবসায়ী সরিফ( ৩৩)ও কাঠ ব্যবসায়ী সাইফুল (৩৫)।
আহতরা জানান,নারান্দী গ্রামের মাদক ব্যবসায়ী আমিনের ছেলে ও হাইজাদী ইউনিয়ন যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল্লাহ এবং কাহিন্দী গ্রামের তালের ছেলে মুনছুরের নেতৃত্বে মঙ্গলবার সকাল দশটায় ২০-২৫ জন সশস্ত্র সন্ত্রাসী দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে বাজারে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে তারা সুবহানের দোকানে গিয়ে তার উপরে অথর্কিত হামলা চালায়, পরে সাইফুলের দোকানে গিয়ে তাকে পিটিয়ে এবং কুপিয়ে গুরুতর আহত করে। একই কায়দায় সরিফ এবং মোহনকে পিটিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা।ব্যবসায়ী সাইফুল মুঠোফোন জানান,৪/৫ দিন পূর্বে মুনছুর আমার কাছে ১ লক্ষ টাকা ধার চায় আমার অসুবিধার কারণে তাকে এ টাকা ধার দিতে পারিনি। আমার ধারণা সে এ আক্রোশের কারণেই আজ আমার উপর এ সন্ত্রাসী হামলা চালিয়েছে। অপর তিন জন জানান, আমাদের উপর কি কারণে হামলা চালানো হয়েছে তা বোধগম্য নয়। পরে স্বজনরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা দিচ্ছেন।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান,এ ব্যাপারে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।