Tuesday, July 8, 2025
Google search engine
Homeঅপরাধআড়াইহাজারে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে ছাত্রলীগ নেতা আটক

আড়াইহাজারে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে ছাত্রলীগ নেতা আটক


আড়াইহাজার(নারায়ণগঞ্জ) প্রতিনিধি
: নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌতুকের দাবিতে নির্যাতনের ঘটনা পরিবারকে বলে দেয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সরকারি সফর আলী কলেজের সাবেক জিএস সুমন মিয়ার (২৮)বিরুদ্ধে।বুধবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকায় এ ঘটনা ঘটে। সকালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এদিকে নিহতের স্বামী দাবি করেছেন, তার স্ত্রী জিদনী আক্তার(২৩) অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে আনা হয় পরে সে মারা যায়। 

অভিযুক্ত সুমন মিয়া উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী গ্রামের হান্নান মিয়ার ছেলে ও নিহত জিদনী আক্তার ব্রাহ্মন্দী ইউনিয়নের বৈলারকান্দি গ্রামের মৃত. সিরাজ মিয়ার মেয়ে। জানা যায়, প্রায় দেড় বছর ধরে তাদের প্রেমঘটিত সম্পর্কের পর বিয়ে হয় দেড় মাস আগে তাদের একটি সন্তান হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করে ছাত্রলীগ নেতা। এসব বিষয় পরিবারকে গতকাল রাতে ভিডিও কলে জানালে ক্ষুব্ধ হয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয় বলে জানায় পরিবার।

নিহতের চাচা আহসান হাবিব জানান, বাচ্চা হবার আগে ডাক্তার দেখায় নাই ঠিকমত,খালি যৌতুক দাবি করতো। নানাভাবে যৌতুকের দাবিতে করা নির্যাতন গতকাল পরিবারের সদস্যদের সাথে ভিডিও কলে কথা বলে জানায় জিদনী। এরপর তাকে তাকে পিটিয়ে হত্যা করে সুমন। এদিকে হাসপাতালে লাশ নিয়ে আসলে দুই পক্ষের লোকজন হাতাহাতি ও সংঘর্ষে জড়ায়।

এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে পরে পুলিশ ও স্থানীয় বিএনপি নেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষকে নিবৃত করে হাসপাতালের কার্যক্রম স্বাভাবিক করেন। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, খবর পেয়ে

ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  ময়নাতদন্ত রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে। ঘটনার পরে জিজ্ঞাসাবাদের জন্য স্বামী সুমন ও তার মাকে আটক করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments