Home অপরাধ আড়াইহাজারে স্বামীকে ফোন কলে রেখে স্ত্রীর আত্মহত্যা

আড়াইহাজারে স্বামীকে ফোন কলে রেখে স্ত্রীর আত্মহত্যা

0
3


শাহজাহান কবিরঃ-
 নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বামীকে ফোন কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন স্ত্রী। 

শুক্রবার (১৪ ই ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিশনন্দী ইউনিয়নের টেটিয়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে। জানাগেছে টেটিয়া গ্রামের মুছা মিয়ার মেয়ে ও চৈতন্যকান্দা গোলাম মাহমুদ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী সামিয়া (১৫) কে মানিকপুর গ্রামের রওশন আলীর ছেলে নাসিম প্রেমের ফাঁদে ফেলে গত দুই মাস পূর্বে ১০ লক্ষ টাকা কাবিন দিয়ে নারায়ণগঞ্জ কোর্টে বিয়ে করেন। 

বিয়ের পর তারা দু মাস নারায়ণগঞ্জে অবস্থান করে গত কয়েকদিন পূর্বে এলাকায় ফিরে সামিয়াকে  তার  পিত্রালয় রেখে আসেন। পরে স্বামী নাসিম ১০ লক্ষ টাকা কাবিন কে ১ লক্ষ টাকা না করলে সামিয়াকে আর তার সংসারে আনবেন না বলে জানান। এ নিয়ে কয়েকদিন যাবত স্বামী – স্ত্রীর মধ্যে মনমালিন্য চলছিল।

এরই  জেরে শুক্রবার সকালে ফাঁকা বাড়ি পেয়ে সামিয়া তার পিতার বাড়িতে স্বামী নাসিমকে ফোন কলে রেখে ঘরের আড়ার  সাথে  গলায় রশি পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।।

সামিয়ার বাবা মুছা মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন তিনি আরো জানান  নাসিম  একজন বখাটে ছেলে এর পূর্বেও মেয়েদেরকে বিভিন্ন ফাঁদে ফেলে একাধিক বিয়ে করে মেয়েদের জীবন নষ্ট করেছে। পরে টের পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান পুলিশ লাশটি উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ  করেছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here