Home অপরাধ আড়াইহাজারে হত্যা ও ডাকাতি মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

আড়াইহাজারে হত্যা ও ডাকাতি মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

0
4


আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
:-নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ একটি হত্যা মামলার সন্দিগ্ধ ও দুটি ডাকাতি মামলার পলাতক আসামি রবিউল মোল্লা (৩৫) কে গ্রেফতার করে শনিবার ( ১৪ ডিসেম্বর)  সকালে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছে। 

গ্রেফতারকৃত রবিউল মোল্লা উপজেলার আড়াইহাজার  পৌর সদরের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও কৃষ্ণপুরা গ্রামের শব্দর মোল্লার ছেলে। তার নামে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা সহ নরসিংদী থানায় একটি ডাকাতি মামলা রয়েছে বলে আড়াইহাজার থানা পুলিশ জানায়। তাছাড়া রবিউল মোল্লা উপজেলার গোপালদী পৌর সদরের বালুয়াকান্দি গ্রামের শফিকুল হত্যা মামলার  সন্দিগ্ধ আসামি বলে পুলিশ জানায়। আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন গত কিছুদিন যাবত তাকে গ্ৰেফতার করার জন্য থানা পুলিশ অভিযান চালায়, অবশেষে তাকে আমরা দীর্ঘদিন পলাতক থাকার পর শুক্রবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে তাকে ঢাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হই।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here