Home অপরাধ আড়াইহাজারে ৩ বাড়ীতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট

আড়াইহাজারে ৩ বাড়ীতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট

0
3


আড়াইহাজার প্রতিনিধিঃ
-নারায়ণগঞ্জের আড়াইহাজরে এক রাতে তিন বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। 

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, মধ্যে রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের রাইনাদী কলাগাছিয়া গ্রামের মৃত হাতেম আলীর বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাত দল বাড়ীর প্রধান গেইটের তালা কেটে এবং বসত বিল্ডিং এর কাঠের দরজা ভেঙ্গে গৃহকর্তা মৃত হাতেম আলীর ছেলে মো. মানিক (৩০) ও তার স্ত্রীকে হা তপা বেঁধে মারপিটে আহত করে নগদ এক লাখ টাকা এবং প্রায় চার ভরি ওজনের স্বর্ণালংকার লুটে নিয়ে যায়। গৃহকর্তা মো. মানিক জানান, ডাকাত দল ঘরের সকল আসবাব পত্র ভাংচুর ও তছনছ করে এবং ডাকা চিৎকার করতে ঘরের লোকজনদের

প্রাণ নাশের হমিকীর মাধ্যমে নিষেধ করে ।তাদের ডাক চিৎকারে রোকজন জড়ো হওয়ার আগেই ডাকাত দল পালিয়ে যায়।অপর দিকে একই রাতে অনুমান দেড়টার দিকে খাগকান্দা ইউনিয়নের লালুরকান্দি এলাকার জয়রাল আবেদীন ও মিছির আলীর বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। ১০/১২ জনের সশস্ত্র ডাকাত দল ঘরের বেড়া ও দরজা ভেঙ্গে পাশাপাশি দুটি ঘরে প্রবেশ করে জয়নালের ঘর থেকে নগদ ১০ হাজার টাকা, একটি বাটন ফোন, একটি বিদেমী টর্চ লাইট এবং মিছির আরীর ঘর থেকে নগদ ৭ হাজার টাকা, স্বর্ণালংকার এবং ৮ ভরি রূপার বিভিন্ন অলংকার লুটে নেয়।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, ঘটনাস্থলেপুলিশ পাঠানো হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here