Friday, July 11, 2025
Google search engine
Homeঅপরাধআড়াইহাজার বাজারে ৪ দোকানে ডাকাতি

আড়াইহাজার বাজারে ৪ দোকানে ডাকাতি


আড়াইহাজার(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
-নারায়ণগঞ্জের আড়াইহাজারে একই রাতে ৪টি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল আড়াইহাজার পৌর বাজারের 

পাহারাদারদের হাত-পা বেঁধে চারটি দোকানের তালা কেটে প্রায় ১১ লাখ টাকা লুটে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২১) ডিসেম্বর) দিবাগত রাত ২টায় ।

দোকান মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই রাতে পাহারাদার সুমনসহ দুজন পাহারাদার বাজারের চালপট্টিতে পাহারা দিচ্ছিল। এসময় একদল সশস্ত্র ডাকাত বালুবাহী ট্রাক যোগে এসে উভয় পাহারাদারকে হাত পা- বেঁধে ফেলে রেখে চারটি দোকানের তালা কেটে শাহজাহান ষ্টোর থেকে নগদ দুই লাখ, মেসার্স আল আমিন পোল্ট্রি ফিড থেকে ৫ লাখ, লিটন ট্রেডার্স থেকে ৩ লাখ এবং রাজধানী টেইলার্স থেকে ৫০ হাজার টাকা লুটে নিয়ে গেছে। 

তা ছাড়া একই রাতে দুপ্তারা ইউনিয়নের সত্যভান্দি নয়াপাড়া এলাকায় মান্নান ওরফে সাধু মান্নানের বাড়ীতে এবং ঢাকা-বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের ঝাউগড়া নামক স্থানে এক প্রবাস ফেরত যাত্রীর গাড়ী আটকে ডাকাতির ঘটনা ঘটেছে বলে সংবাদ পাওয়া গেছে। 

এ ব্যাপারে আড়াইহাজার থানা পুলিশ জানায়, আড়াইহাজার পৌরবাজারের ঘটনাটি একটি চুরির ঘটনা। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments