Home অপরাধ আড়াই হাজারে অস্ত্রসহ ১২ ডাকাতি মামলার আসামী গ্রেফতার

আড়াই হাজারে অস্ত্রসহ ১২ ডাকাতি মামলার আসামী গ্রেফতার

0
3


আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ আড়াইহাজার থানা পুলিশ  ১৭ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ মাহবুব (৫২) ও ১২টি ডাকাতি মামলার আসামি মো. কবির (৩৯) কে পৃথক পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। 

গত সোমবার দিবাগত রাতে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাত কবিরের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। 

পুলিশ জানায়, উপজেলার খাগকান্দা ইউনিয়নের লক্ষীপুরা গ্রামের মৃত আব্দুল করিমের পুত্র মো. কবির ১২ টি ডাকাতি মামলার আসামি। তাছাড়া তাকে ফরিদপুর কোতোয়ালি থানার একটি ডাকাতি মামলায় গ্রেফতার করে ফরিদপুর কোর্ট হাজতে রাখলে গত ৫ আগস্ট সে কোর্টের গেট ভেঙে পালিয়ে যায়। তার নামে বেশ কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ও রয়েছে বলে পুলিশ জানায়। 

অপরদিকে উপজেলার ব্রাহ্মন্দি ইউনিয়নের  নরিংদি এলাকার আজগরের ছেলে মাদক ব্যবসায়ী মো. মাহাবুব (৫২)কে একই রাতে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে পুলিশ। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, গ্রেফতারকৃত দুজনকেই মঙ্গলবার নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here