Saturday, November 8, 2025
Google search engine
Homeনারায়ণগঞ্জঐতিহাসিক কাইকারটেক পশুরহাট,আগামী রোববার হতে চলবে ঈদের দিন পর্যন্ত

ঐতিহাসিক কাইকারটেক পশুরহাট,আগামী রোববার হতে চলবে ঈদের দিন পর্যন্ত


সোনারগাঁ প্রতিনিধিঃ
– পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঐতিহ্যবাহী কাইকারটেক হাটে কোরবানীর পশুরহাট জমে উঠেছে। ক্রেতা-বিক্রেতার সমাগমে জমজমাট কোরবানীর পশুরহাট। ছোট- বাড়-মাঝারী সব ধরনের গরু উঠায় পছন্দের কোরবানীর পশুটি ক্রয়-বিক্রয় করতে পারায় খুশি হাটে আগতরা। আগামী ২৫ জুন থেকে ২৯ জুন পবিত্র ঈদুল আযহার দিন সকাল পর্যন্ত চলবে এ কোরবানীর পশুরহাট। রোববার কোরবানীর পশুরহাট ঘুরে দেখাযায় পশুর হাটের মাঠ সম্পুর্ণ কানায় কানায় পুর্ণ হয়ে গেছে। বর্ষাকে উপেক্ষা করে বিভিন্ন স্থান থেকে গরু-ছাগল নছিমণে করে হাটে ডুকতে দেখা যায়।

ঐতিহাসিক কাইকারটেক হাটের ইজারাদার মো. রোমান বাদশা বলেন এই অঞ্চলের মানুষের চাহিদার কথা বিবেচনা করে কোরবানীর পশুর হাটটি ধরে রাখার চেষ্টা করেছি। সম্পুর্ণ সরকারি নির্দেশনা, স্বাস্থ্যবিধি মেনে পশুরহাটের আগত ক্রেতা-বিক্রেতা, কোরবানীর পশুর পর্যাপ্ত নিরাপত্তা বেষ্টনী, নিজস্ব বিদ্যুৎ, জাল নোট সনাক্তকরণের ব্যবস্থা, পুলিশ ক্যাম্পের মাধ্যমে আইন শৃংখলা বাহিনীর সমন্বয়ে সার্বক্ষনিক নিরাপত্তা ব্যবন্থা, পশু চিকিৎসা ও হাটে আগতদের চিকিৎসার ব্যবস্থা, আধুনিক পাবলিক টয়লেটের ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে থাকা-খাওয়ার সু-ব্যবস্থা এবং আগত ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। সুষ্ট ও সুন্দর ভাবে কোরবানীর পশুরহাট পরিচালনায় গঠন করা হয়েছে কোরবানীর পশুর হাট পরিচালনা কমিটি। কোরবানীর পশুরহাট আগামী ২৫ জুন থেকে ২৯ জুন পবিত্র ঈদুল আযহার দিন সকাল পর্যন্ত চলবে। সেই সাথে গরুর প্রতি গরুর হাসলি ২০০০ টাকা সমন্বয় করা হয়েছে। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments