Tuesday, July 15, 2025
Google search engine
Homeঅপরাধগ্রীন অ্যান্ড ক্লিন সোনারগাঁ গড়তে ময়লার ভাগাড়কে রূপান্তর করা হচ্ছে পর্যটন কেন্দ্রে

গ্রীন অ্যান্ড ক্লিন সোনারগাঁ গড়তে ময়লার ভাগাড়কে রূপান্তর করা হচ্ছে পর্যটন কেন্দ্রে


মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মারিখালি ব্রিজ সংলগ্ন ইউলুপ এলাকাটি ছিল ময়লার ভাগাড় ও অবৈধভাবে গড়ে ওঠা প্লাস্টিক বাছাইয়ের কারখানায় পরিপূর্ণ। এবার সেই জায়গাকেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমানের নেতৃত্বে রূপান্তর করা হচ্ছে একটি পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও মনোরম মিনি পর্যটন কেন্দ্রে।

রোববার (১৬ জুন) বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ও “গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান। 

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান ময়লার ভাগার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন বলেন,

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মারিখালি ব্রিজের দুই প্রান্তে থাকা ময়লার ভাগাড়কে অপসারণ করে এলাকাটিকে পর্যটন কেন্দ্রে রূপান্তর করা হবে। প্রথম ধাপে সম্পূর্ণ এলাকাটি থেকে আবর্জনা অপসারণ করে পরিবেশ পরিষ্কার, নদীর নাব্যতা ফিরিয়ে আনার লক্ষ্যে উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, পরবর্তী পর্যায়ে এখানে সৌন্দর্য্যবর্ধনের অংশ হিসেবে ফুলের বাগান, উন্মুক্ত জায়গায় বসার ব্যবস্থা, আলোকসজ্জা ও সাজসজ্জার মাধ্যমে এলাকাটিকে একটি আকর্ষণীয় ও পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্রে পরিণত করা হবে।

এসময় উদ্বোধনী কার্যক্রমে উপস্থিত ছিলেন, সোনারগাঁ সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, কাঁচপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সেগুফতা মেহনাজ, পিরোজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান, ইউনিয়ন সচিব মফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানা যায়, এই প্রকল্প সফল হলে এটি কেবল পরিবেশ রক্ষার উদ্যোগ হিসেবেই নয়, বরং সোনারগাঁয়ের নতুন পর্যটন আকর্ষণ হিসেবেও জায়গা করে নেবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments