Tuesday, July 15, 2025
Google search engine
Homeঅপরাধছিনতাইকারীর কবলে সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতি

ছিনতাইকারীর কবলে সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতি


সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
-সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতি ও ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নেতা এম এম সালাহউদ্দিন ছিনতাইকারীদের কবলে পড়ে মোবাইল ফোনসেট ও সঙ্গে থাকা টাকা খুইয়েছেন।   

তিনি একটি জাতীয় পত্রিকার সিনিয়ার সাব-এডিটর। গত ১৫ ডিসেম্বর (রোববার) সন্ধ্যায় গুলিস্তানে হকি স্টেডিয়ামের সামনে ঢাকা-সোনারগাঁও রুটে চলাচলকারী দোয়েল পরিবহনের লাইনম্যান পরিচয় দেয়া আলমেস (৪৭) নামে ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী তার সহযোগিদের নিয়ে ওই সাংবাদিকের ওপর হামলা করে তার সঙ্গে থাকা একটি নোকিয়া মোবাইলসেট এবং সঙ্গে থাকা ২৫ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে।

এ ব্যাপারে মঙ্গলবার পল্টন থানায় ওই সাংবাদিক লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে সাংবাদিক নেতা উল্লেখ করেন, অফিস শেষে সোনারগাঁও আসার পথে গুলিস্তানে হকি স্টেডিয়ামের সামনে উল্লেখিত ছিনতাইকারী আলমেসকে আরো দুইজন সহযোগীসহ প্রকাশ্যে গাঁজা সেবন এবং বিভিন্ন মাদকসেবীদের কাছে ইয়াবা বিক্রি করতে দেখে তিনি এর প্রতিবাদ করেন।

এ সময় আলমেস ও তার দুই অজ্ঞাত দুই সহযোগী এসে সাংবাদিককে কিল-ঘুষিসহ মারধর শুরু করে এবং ধারালো অস্ত্রের (ছুরি) ভয় দেখিয়ে তার সঙ্গে থাকা ২২ হাজার টাকা মূল্যের একটি নোকিয়া মোবাইল সেট এবং সঙ্গে থাকা ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এ সময় সাংবাদিকের ডাক-চিৎকারে পথচারীরা এগিয়ে এলে পথচারীদেরকে ছিনতাইকারী আলমেস নিজেকে ঢাকা-সোনারগাঁও রুটে চলাচলকারী দোয়েল পরিবহনের লাইনম্যান বলে পরিচয় দেয়। 

ওই এলাকায় সংবাদ সংগ্রহ করতে যাওয়া চ্যানেল আইয়ের বিপোর্টার আক্তার হাবিব সাংবাদিক এম এম সালাহউদ্দিনকে আহত অবস্থায় দেখতে পেয়ে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার দিয়ে পরে সোনারগাঁওয়ে তার বাড়িতে পোঁছে দেন।

খবর নিয়ে জানা যায়, আলমেস মূলত যুবলীগের ক্যাডার ছিল। জুলাই-আগষ্টের ছাত্র-জনতার আন্দোলনের সময় আলমেস পল্টন এলাকায় ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা করেছে, এ কারণে ৫ আগস্টের পর কয়েক মাস পলাতক ছিল। 

সম্প্রতি আবার গুলিস্তান এলাকায় এসে মাদক ব্যবসার পাশাপাশি আলমেস বিশাল একটি ছিনতাইকারী চক্রের নেতৃত্বও দিচ্ছে বলে ফুটপাতের অনেক দোকানদার নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন।  

এ ঘটনায় সাংবাদিক নেতারা দ্রুত চিহ্নিত ওই মাদক ব্যবসায়ী আলমেস ও তার ছিনতাই চক্রের সদস্যদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

পল্টন থানার ওসি মোল্লা মো. খালিদ হোসেন জানান, সাংবাদিক এম এম সালাহউদ্দিন একটি লিখিত অভিযোগ মঙ্গলবার দিয়ে গেছেন। আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments