Tuesday, July 8, 2025
Google search engine
Homeনারায়ণগঞ্জছোট মন নিয়ে বড় পদ লাভ করা যায়না, এমপি হতে চাইলে উদার...

ছোট মন নিয়ে বড় পদ লাভ করা যায়না, এমপি হতে চাইলে উদার মনের অধিকারী হতে হবেঃ গিয়াস উদ্দিন


মোঃ নুর নবী জনিঃ-

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘদিন আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন। ৫ আগস্ট বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে এসেছে। শেখ হাসিনা আইনের সুশাসন ও গণতন্ত্রকে ধ্বংস করেছে। দ্রুত নির্বাচনের জন্য দেশবাসী প্রস্তুত, জনগণ পছন্দের প্রার্থীকে ভোট দিতে মুখিয়ে আছে। জনগণের কাছে যেতে হবে, তাদেরকে আস্থাশীল করতে হবে। সোনারগাঁয়ে বিএনপির নতুন সদস্য ফরম অনেককে দেয়া হচ্ছেনা, বিষয়টি মোটেও ঠিক হচ্ছেনা। যারা আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছেন তারা প্রত্যেকে সদস্য ফরম পাবেন। আমি সে ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। 

রোববার দুপুরে মেঘনা শিল্পাঞ্চলের কাদিরগঞ্জ এলাকায় সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আশরাফুল আলম আশরাফ প্রধানের সভাপতিত্বে ও তার আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । 

গিয়াসউদ্দিন আরো বলেন, যাকে দলীয় মনোনয়ন দেয়া হবে তার পক্ষে সবাইকে কাজ করতে হবে। ছোট মন নিয়ে বড় পদ লাভ করা যায়না, এমপি হতে চাইলে উদার মনের অধিকারী হতে হবে। সোনারগাঁয়ের মানুষ যে মূল্যায়ণ আমাকে করেছেন, তার যথাযথ সম্মান আমি রাখবো’।

পিরোজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সার্বিক সহযোগীতায় ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, নারায়ণগঞ্জ মহানগর জাসাস’র সভাপতি মো. স্বপন চৌধুরী, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির উদ্দিন, সোনারগাঁ কৃষক দলের সাবেক সদস্য সচিব বাবুল হোসেন, সোনারগাঁ উপজেলা তাঁতী দলের সভাপতি আমির হোসেন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments