Tuesday, July 15, 2025
Google search engine
Homeনারায়ণগঞ্জজনদুর্ভোগ কমাতে ডিসির হস্তক্ষেপে রাস্তা সচল

জনদুর্ভোগ কমাতে ডিসির হস্তক্ষেপে রাস্তা সচল


নিজস্ব প্রতিনিধিঃ
-নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা এলজিইডি সংলগ্ন ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের পাশের রাস্তাটি প্রায় দেড় দু বছর যাবত  অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও চলাচলের অনুপযোগী খাদা খন্দকে ভরা একেবারে ভেঙ্গে তছনছ হয়ে গিয়েছিল রাস্তাটি। 

অথচ এই রাস্তাটি দিয়ে প্রতিদিন বৃহত্তর ইজদাইর, বুড়ির দোকান, সস্তাপুর, টাগারপার, গাবতলী,  কোতয়ালের বাগ সহ বিভিন্ন এলাকার প্রায় পঞ্চাশ হাজারের ও বেশী  মানুষ যাতায়াত করে থাকে। এই রাস্তাটি দিয়ে রিকশা, অটো, টেক্সি, মাইক্রো, পিকআপ, ভ্যান গাড়ি পায়ে হেঁটে চলাচল করে থাকে।প্রতিদিন এই রাস্তাটি দিয়ে চার পাঁচটিও বেশি এক্সিডেন্টের ঘটনা ঘটে থাকে । হোন্ডা সহ অটো রিক্সা উল্টিয়ে  পড়ে গিয়ে  অনেকে মারাত্মক এক্সিডেন্টের  শিকার হন রাস্তাটির কারণে। সড়কটির পাশেই একটি স্বনামধন্য স্কুল এন্ড কলেজ থাকায় প্রতিদিন  ছাত্র-ছাত্রীসহ অভিভাবকরা এখানে আসেন এই ভাঙ্গাচুরা রাস্তা দিয়ে। কিন্তু রাস্তাটি চলাচলের অযোগ্য হওয়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করায়  মানুষের মধ্যে রাস্তাটি চলাচলের উপযোগী করে তোলার জন্য আশার আলো খুঁজতে লাগছিল কে তাদের রাস্তাটি মেরামত করে দিবে । তখনই অনেকেই বলাবলি করতে লাগছিল যে নারায়ণগঞ্জ বর্তমান জেলা প্রশাসক অত্যন্ত মানবিক ও জনকল্যাণ কাজে অত্যন্ত আগ্রহী তাকে জানানো হলে হয়তো রাস্তাটি মেরামত করে দিতে পারেন। এরই পরিপ্রেক্ষিতে ইসদাইরর এলাকার বিভিন্ন মুরুব্বিদের উৎসাহ উদ্দীপনায় তারুণ্যের প্রতীক সংগঠন এর উদ্যোগে নারায়ণগঞ্জের মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার বরাবর রাস্তাটি মেরামত করে দেওয়ার জন্য আবেদন  করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ  জাহিদুল ইসলাম মিঞা তাৎক্ষণিক জন দুর্ভোগের  কথা চিন্তা করে রাস্তাটি মেরামত ও চলাচলের উপযোগী করে তোলার জন্য পর্যবেক্ষণের জন্য লোক পাঠান এবং পর্যবেক্ষণ শেষে অতি দ্রুত রাস্তাটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে  নির্দেশ  প্রদান করেন এবং  খুব দ্রুত রাস্তাটি  চলাচলের উপযোগী করে তোলার জন্য কঠোর নির্দেশনা দেন জনদুর্ভোগ  কমানোর জন্য। তারই পরিপ্রেক্ষিতে রাস্তাটি পুরোপুরি চলাচলের উপযোগী করে তোলেন।এবং হাজার হাজার যাতায়াতকৃত যাত্রীদের জনদুর্ভোগ ভোগান্তি থেকে মুক্তি দেন। এবং এলাকাবাসী বলাবলি করছেন সত্যিই তিনি মানবিক জেলা প্রশাসক তাইত খুব  দ্রুত রাস্তাটি মেরামত করে দিল জনদুর্ভোগের কথা চিন্তা করে। মহান আল্লাহ পাক জেলা প্রশাসককে নেক হায়াত দান করুক এবং তার পরিকল্পিত  গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ বাস্তবায়ন হোক আমরা সবাই দোয়া করি এলাকাবাসী। দোয়া করেন।এবং এই রাস্তা সংস্কার করে  চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য বৃহত্তর এলাকাবাসী সুগন্ধা জামে মসজিদ, ইসদাইর শাহী মসজিদ, ও মোবারক শাহ জামে মসজিদ এ মানবিক জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়ার জন্য মিলাদ মাহফিলের আয়োজন করেছেন। 

(২ মে) শুক্রবার জুম্মার নামাজের পর এ মিলাদ অনুষ্ঠিত হয়।প্রাণভরে জেলা প্রশাসকসহ তার মা বাবা আত্মীয়-স্বজন সবার জন্য দোয়া কামনা করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments