Sunday, July 13, 2025
Google search engine
Homeঅপরাধটঙ্গী ইজতেমা মাঠে মুসল্লিদের উপর হামলার প্রতিবাদে সোনারগাঁয়ে বিক্ষোভ ও সমাবেশ

টঙ্গী ইজতেমা মাঠে মুসল্লিদের উপর হামলার প্রতিবাদে সোনারগাঁয়ে বিক্ষোভ ও সমাবেশ


সোনারগাঁ প্রতিনিধিঃ
-টঙ্গীর ইজতেমা মাঠে ঘুমন্ত মুসল্লিদের উপর সাদপন্থীদের হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন চৌরাস্তা জামে মসজিদের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোনারগাঁ উপজেলা কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ডের সভাপতি ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় সদস্য মুফতি মহিউদ্দিন খাঁনের সভাপতিত্বে উপজেলা ওলামা মাশায়েখের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে শতাধিক শিক্ষক, ছাত্র এবং সাধারণ মুসল্লিগন অংশ নেন।

সমাবেশে বক্তারা টঙ্গী ইজতেমা মাঠে ঘটে যাওয়া সহিংস ঘটনার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন। 

বক্তারা বলেন, “এ ধরনের হামলা মুসলিম ঐক্য এবং ইসলামী মূল্যবোধের পরিপন্থী। সরকারের উচিত দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে শান্তি বজায় রাখা।”

সমাবেশ শেষে মোগরাপাড়া চৌরাস্তা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভে অংশগ্রহণকারী মুসল্লিরা দাবি করেন, এমন হামলা বন্ধে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments