Home অপরাধ দখল-চাঁদাবাজিতে পদ হারালেন যুবদল নেতা

দখল-চাঁদাবাজিতে পদ হারালেন যুবদল নেতা

0
4


আজকের সংবাদ ডেক্সঃ-
দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ সোনারগাঁ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আশরাফ ভূঁইয়াকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। 

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এম এন ইসলাম সোহেলের সই করা বিজ্ঞপ্তির বিষয়টি জানানো হয়।  বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন তিনি।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দখলবাজিতে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগে নারায়ণগঞ্জ জেলাধীন সোনারগা থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আশরাফ ভূঁইয়াকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাকে সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ব্যক্তিদের অপকর্মের কোনো দায়-দায়িত্ব দল নেবে না এবং যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীকে তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করা হয়।

জানা গেছে, ১৭ জানুয়ারি শুক্রবার গণমাধ্যমে “যুবদল নেতার কোটি টাকার মালামাল লুটের অভিযোগ” ও সংবাদ সম্মেলনসহ বিভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি সোনারগাঁয়ে আলোচনার জন্ম দেয়। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় যুবদল থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

তবে এ অভিযোগের বিষয়ে জানতে তার মুঠোফোনে একাধিকবার চেষ্টা করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here