Wednesday, July 9, 2025
Google search engine
Homeআড়াইহাজারদেশে বর্তমান সংকটের একমাত্র সমাধান দ্রুত নির্বাচন--পারভীন

দেশে বর্তমান সংকটের একমাত্র সমাধান দ্রুত নির্বাচন–পারভীন


মোঃ নুর নবী জনিঃ
-নারায়ণগঞ্জ-২ আড়াই হাজার আসনের এমপি পদপ্রার্থী ও কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার বলেছেন দেশের বর্তমান সংকটের একমাত্র সমাধান দ্রুত নির্বাচন। দ্রুত নির্বাচনই দেশের জন্য মঙ্গল, দ্রব্য মূল্যের উর্দ্ধগতির কারনে সাধারন মানুষ আজ দিশেহারা। নির্বাচিত সরকার ছাড়া এই সংকট নিরসন করা সম্ভব না।

সোমবার আড়াইহাজার উপজেলার পৌরসভা, বিভিন্ন ইউনিয়নে দিনভর লিফলেট বিতরণ ও গণসংযোগ কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচী অব্যাহত থাকবে। 

পুলিশ প্রসাশনকে সতর্ক করে পারভীন বলেন, কোন অপরাধী যেন ছাড় না পায়, শেষ বারের মতো বলে দিচ্ছি, পুলিশ প্রসাশনের বিরুদ্ধে আর একটি অভিযোগ যেন শুনতে না পাই।অপরাধ মুক্ত আড়াইহাজার উপজেলার প্রত্যেকটা সমাজ গড়াই আমাদের মূল লক্ষ্য।এসময় তিনি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে গ্রাহক হয়রানি বন্ধ করার অনুরোধ জানান। 

এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা বি.এন.পির সাবেক সহ-সভাপতি শহিদুল্লাহ মিয়া, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন অনু, নারায়ণগঞ্জ জেলা আরাফাত রহমান কোকো স্মৃতিসংদের আহবায়ক ও যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মোল্লা, নারায়ণগঞ্জ জেলা জাসাস এর সাধারণ সম্পাদক মাহাবুব মোল্লা প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments