Monday, July 28, 2025
Google search engine
Homeনারায়ণগঞ্জনাঃগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা

নাঃগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা


নিজেস্ব প্রতিনিধিঃ
– নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির আলহাজ্ব মমিনুল হক সরকার বলেছেন, সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে কণ্ঠকে উচ্চকিত করতে হবে।

শ্রমজীবী মানুষের ওপর চলা নির্যাতন নিপীড়ন বন্ধ করতে এই দিন থেকে আমাদের প্রেরণা গ্রহণ করতে হবে। আগামী দিনে শ্রমিকদের অধিকার ও ন্যায্য দাবি আদায়ে শিকাগোর সংগ্রামের মত ঐক্যবদ্ধ হতে হবে। আমরা দেশবাসীসহ শ্রমজীবী মানুষদের এই দিনকে যথাযথ মর্যাদায় পালনের আহব্বান করছি। পহেলা মে শুধু পালন করলে হবে না শ্রমিকদের সকল ন্যায্য দাবি মেনে নিতে হবে। শ্রমিকদের জীবনের নিরাপত্তা দিতে হবে। চাকরি ও মজুরির নিশ্চয়তা দিতে হবে।

বৃহস্পতিবার (১লা মে) সকালে নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহান মে দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবদুল মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রিদওয়ানুল আযীমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments