Tuesday, July 8, 2025
Google search engine
Homeঅন্যান্ননারায়ণগঞ্জে ৩০০ শয্যা হাসপাতাল পরিদর্শনে ডিসি

নারায়ণগঞ্জে ৩০০ শয্যা হাসপাতাল পরিদর্শনে ডিসি


মোঃ নুর নবী জনিঃ-
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ডিসি মোঃ জাহিদুল ইসলাম মিয়া বলেন, সেবাগ্রহীতাদের জন্য একটি মানবিক, উন্নত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই প্রশাসনের অন্যতম অঙ্গীকার। তিনি বলেন, হাসপাতালকে একটি সুগঠিত, আধুনিক ও যুগোপযোগী রূপে গড়ে তোলার লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতা করবো।

শনিবার(২৬ এপ্রিল)  গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতাল পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। 

এ সময় ডিসির কাছে হাসপাতালের নিরাপত্তা সহ নানা সমস্যার কথা তুলে ধরেন হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীগণ। তারা জানান হাসপাতালের ভবন ও চিকিৎসকদের কোয়াটারে চুরির উপদ্রবের কথা,প্রায়ই হাসপাতালে জানালা দিয়ে রোগীদের মোবাইল, ব্যাগ ও বিভিন্ন আসবাবপত্র চুরি হয়।এটি যেন এখানে নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও হাসপাতালের একটি পরিত্যক্ত ভবনে অবাধে মাদক সেবন ও বিক্রি চলছে বলে অভিযোগ করেন তারা।  

এসময় জেলা প্রশাসক হাসপাতালের নতুন ভবন পরিদর্শন করে দ্রুত সেখানে স্থানান্তরের পরামর্শ দেন। নার্সদের জন্য নির্মিত নতুন ভবনের কাজ অসমাপ্ত থাকায় সেখানে অনাকাঙ্ক্ষিতভাবে মাদকের আস্তানা গড়ে উঠেছে-এ সমস্যা সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন তিনি। 

এছাড়াও ডাক্তারদের জন্য নির্মিত আবাসিক এলাকা এবং আনসার সদস্যদের জন্য আবাসন সুবিধার প্রয়োজনীয়তা পর্যালোচনা করেন এবং আনসারদের জন্য একটি আবাসন নির্মাণের অঙ্গীকার ব্যক্ত করেন। সেই সাথে জেলার অন্যতম প্রধান এই স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠানটিকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব হাসপাতালে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন  উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান।

হাসপাতালে হুইলচেয়ারের সংকট থাকায় রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন এমন পরিস্থিতিতে তাৎক্ষণিক তিনি পাঁচটি হুইল চেয়ার সরবরাহ করেন যা রোগীদের চলাচলের গুরুত্বপূর্ণ সহায়তা দেবে। 

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন হাসপাতালের চিকিৎসক তত্ত্বাবধায়ক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নির্বাহী প্রকৌশলী (গণপূর্ত), রেসিডেন্ট সার্জন (আরএস), কনসালটেন্টসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments