Thursday, July 10, 2025
Google search engine
Homeনারায়ণগঞ্জনারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও ইফতার মাহফিল

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও ইফতার মাহফিল


মোঃ নুর নবী জনিঃ
-নারায়ণগঞ্জে জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা, মাসিক কল্যাণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২২ মার্চ) সকালে গত ফেব্রুয়ারি মাসের বিভিন্ন মামলার অগ্রগতি বিষয়ে “অপরাধ পর্যালোচনা সভা” অনুষ্ঠিত হয়। 

উক্ত অনুষ্ঠানে পুলিশ সুপার প্রতুষ কুমার ওয়ারেন্ট তামিল, অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার করতে নির্দেশ প্রদান করেন ও জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক বিষয়াদি নিয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান। 

এসময় পুলিশ সুপার প্রতুষ কুমার জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে বন্দর থানায় কর্মরত এসআই (নিঃ)/ মোঃ হুমায়ুন কবির, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনকারী অফিসার হিসেবে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় কর্মরত এসআই (নিঃ)/ মো: খায়রুল বাশার, ক্লু-লেস মামলা ডিটেকশনকারী অফিসার হিসেবে সোনারগাঁ থানায় কর্মরত এসআই (নিঃ)/ মোঃ ছারোয়র হোসেন, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে ট্রাফিক শাখায় কর্মরত সার্জেন্ট/ মোঃ সাইফুল ইসলাম, ডিআইআও হিসেবে বিশেষ কাজের স্বীকৃতি স্বরূপ জেলা বিশেষ শাখায় কর্মরত এসআই (নিঃ)/ আবুল কাশেম খান-কে পুরস্কৃত করেন।

পরে বিকালে পুলিশ লাইনস্ ড্রিল শেডে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলার বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জগণ ও ফোর্স সামষ্টিক সমস্যা নিয়ে কথা বলেন। পরে পুলিশ সুপার প্রতুষ কুমার সেসব সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশ প্রদান করেন। মাসিক কল্যাণ সভা শেষে জেলা পুলিশ নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।  এছাড়া জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং জেলার সকল পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments