Monday, July 7, 2025
Google search engine
Homeঅপরাধনারায়ণগঞ্জ বিআরটি‘র অফিসে দুদক এর অভিযান

নারায়ণগঞ্জ বিআরটি‘র অফিসে দুদক এর অভিযান


নিজস্ব প্রতিনিধিঃ-
নারায়ণগঞ্জ বিআরটিএ‘র অফিসে গাড়ি রেজিস্ট্রেশন, ফিটনেস সার্টিফিকেট ও লাইসেন্স প্রদান সংক্রান্ত নানাবিধ অনিয়মের অভিযোগে  দুর্নীতি দমন কমিশন(দুদক অভিযান পরিচালনা করেছে। 

বুধবার (৭ মে) এক বার্তার মাধ্যমে এ তথ্য জানায় দুর্নীতি দমন কমিশন।

জানা যায়, অভিযানকালে দুদক টিম ছদ্মবেশে সেবা গ্রহীতাদের সাথে কথা বলার এক পর্যায়ে একজনকে দালাল সন্দেহে আটক করে বিআরটিএ, নারায়ণগঞ্জ এর অফিস প্রধান এর কক্ষে নিয়ে যায়। এসময় তাদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের নিকট কোন সন্দেহজনক কাগজপত্র না পাওয়ায় মুচলেকা নিয়ে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়। পরবর্তীকালে বিআরটিএ অফিসে বিনা প্রয়োজনে ঘোরাঘুরি করতে নিষেধ করা হয়।

এসময় সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধে তদারকি নিশ্চিতকরণ এবং সেবা প্রদানে সিটিজেন চার্টার যথাযথভাবে অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট অফিস প্রধানকে দুদক টিম কর্তৃক পরামর্শ প্রদান করা হয়। অভিযানকালে প্রাপ্ত তথ্যাবলির প্রেক্ষিতে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments