Tuesday, July 8, 2025
Google search engine
Homeআড়াইহাজারনির্দোষ ব্যক্তিরা শাস্তি পাবেন না--স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্দোষ ব্যক্তিরা শাস্তি পাবেন না–স্বরাষ্ট্র উপদেষ্টা


মোঃ নুর নবী জনিঃ-

নির্দোষ ব্যক্তিরা শাস্তি পাবেন না বলেই এখন পর্যন্ত সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে কোনো এ্যাকশন নেয়া হয়নি উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। 

সোমবার (৯ জুন) দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।  

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার চেষ্টা করছে অপরাধ না করলে কারো যাতে শাস্তি না হয়। তাই প্রতিটি মামলার গভীর তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে। 

তিনি আরও বলেন, আব্দুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট না থাকায় তাকে গ্রেপ্তার করা হয়নি। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, আড়াইহাজার এলাকা ডাকাত প্রবন এলাকা তাই সকলে মিলে ডাকাত প্রতিরোধে কাজ করার আহ্বান জানান।

পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা থানার ডিউটি অফিসারের ডেস্ক, নারী ও শিশু ডেস্ক, আসামিদের রাখার হাজতখানাসহ পুরো থানা ঘুরে দেখেন। তিনি থানার ফোর্সের থাকার ব্যবস্থা ও খাবারের মান সম্পর্কে খোঁজ নেন এবং পুলিশ সদস্যদের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেন। 

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা,পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তাসনিম বেগম, আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাত হোসেন, সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন, ওসি (তদন্ত) সাইফুউদ্দিনসহ পুলিশ সদস্যরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments