Monday, July 7, 2025
Google search engine
Homeঅপরাধবন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায়

বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায়


আজকের সংবাদ ডেক্সঃ-
নারায়ণগঞ্জের বন্দরে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে পরিচালনা করা হয়েছে একাধিক অভিযান। এসময় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (১৯ মার্চ ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে সংযুক্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে বুধবার তিতাসের বন্দর জোনাল অফিসের আওতাধীন আন্দিরপাড় কবরস্থান এলাকায় তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে আকস্মিক একাধিক অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে তিতাস গ্যাসের কর্মকর্তারা ও বন্দর থানা পুলিশ উপস্থিত ছিলেন।

অভিযানে বন্দর আন্দিরপাড় এলাকার কবরস্থান,কবরস্থানের বিপরীতে বায়তুন নূর জামে মসজিদ সংলগ্ন আন্দিরপাড় ও পূর্ব আন্দিরপাড়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও গ্যাস লাইন উচ্ছেদ করা হয়েছে।

অভিযানে ৪টি স্পটে মোট ২৭০ ঘনফুট অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে যা আনুমানিক ৫০০ আবাসিক চুলা হবে। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে ১টি অবৈধ আবাসিক গ্রাহকের নিকট হতে ৫০,০০০ টাকা জরিমানা আদায় করেন। তবে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments