Tuesday, July 15, 2025
Google search engine
Homeঅপরাধবন্দরে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলছে ভারী যানবাহন, ভেঙ্গে পড়ার আশঙ্কা

বন্দরে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলছে ভারী যানবাহন, ভেঙ্গে পড়ার আশঙ্কা


বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
:বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের শ্রীরামপুরে খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে নিয়মিতভাবেই ভারী যানবাহন চলাচল করছে, ফলে সেতুটি যেকোন সময় ভেঙ্গে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। যানবাহন ও ৬টি ইউনিয়নের হাজার হাজার মানুষ ঝুঁকি নিয়ে এ সেতু দিয়ে চলাচল করছেন প্রতিদিন। সেতুটি বহুবছর আগে নির্মিত এবং বিগত কয়েক বছর ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ থাকলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। 

বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে যাত্রীরা এ পথে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। সেতুটির মাঝের রাস্তায় ফাটল ধরেছে এবং বুধবারের বৃষ্টিতে পলেস্তারা খুলে খালের পানিতে পড়ে যাওয়ায় সৃষ্টি হয়েছে গর্ত। সেতুটির অধিকাংশ হাতলগুলোতে খসে গেছে পলেস্তারা। কোথাও রড বের হয়ে আছে, আবার কোথাও নেই রডের অস্তিত্ব।

এ যেন যাত্রীদের এক মরণফাঁদ। যাত্রী আর চালকরা বলছেন দ্রুত সেতুটির বিষয়ে সিদ্ধান্ত না নিলে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

জামাল নামের এক যাত্রী বলেন, ‘আমরা ঝুঁকিপূর্ণ সেতুটি দিয়ে যাতায়াত করছি। কিন্তু এটা তো আমাদের কাম্য নয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অনুরোধ যেন দ্রুত নতুন সেতু নির্মাণ করা হয়’।

আসলাম নামের এক যাত্রী বলেন, ‘ব্রিজের মাঝে গর্তের সৃষ্টি হয়ে পলেস্তারা খুলে পড়েছে। এই গর্ত এখন বাড়তেই থাকবে। বুঝাই যাচ্ছে সেতুটি ঝুঁকিপূর্ণ। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই নতুন সেতু দ্রুত নির্মাণ করা হউক’। 

এ বিষয়ে বন্দর উপজেলা প্রকৌশলী শামসুন নাহার মুঠোফোনে জানান, ‘সরেজমিনে খবর নিতে উপজেলা থেকে লোক পাঠাচ্ছি। তারপর কি ব্যবস্থা নেয়া যায় সে বিষয়ে সিদ্ধান্ত নিবো’।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments