Tuesday, July 8, 2025
Google search engine
Homeঅপরাধবন্দরে ২০ কেজি গাঁজাসহ আটক-৩

বন্দরে ২০ কেজি গাঁজাসহ আটক-৩


নিউজ ডেক্সঃ
-নারায়ণগঞ্জের বন্দরে এক কিশোরসহ ২ যুবককে আটক করেছে র‍্যাব ১১,
র‍্যাব জানান আটককৃতরা মাদক ব্যবসায়ী। 

সোমবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার লাঙ্গলবন্দর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা ও মাদকদ্রব্য পরিবহণে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয় ।

আটককৃতরা হলোঃ-কুমিল্লা কোতয়ালী মঙ্গলটুলির ধর্মপুর এলাকার মো. নাসির উদ্দিনের ছেলে প্রাইভেটকারের ড্রাইভার মো. জসিম উদ্দিন (৩০), একই এলাকার মৃত আবু তাহের ওরফে তারুমিয়ার ছেলে মো. ফয়সাল হোসেন ওরফে ইমাম (২০) এবং ওমর ফারুকের ছেলে মো. পিয়াস হোসেন (১৬)।

র‍্যাব-১১ মিডিয়া অফিসার (এএসপি) সনদ বড়ুয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা পরস্পর যোগসাজসে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে, জব্দকৃত প্রাইভেটকারে করে অবৈধ মাদকদ্রব্য গাঁজা কয় বিক্রয় করে আসছিল। আটকৃত আসামীরা পরস্পর যোগসাজশে অভিনব কৌশলে ঘটনাস্থলে জব্দকৃত প্রাইভেটকারে করে বিক্রয়ের উদ্দেশ্যে, ২০ কেজি গাঁজা পরিবহনকালে নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১ অভিযান পরিচালনা করে তাদেরকে আলামতসহ গ্রেপ্তার করা হয়।

  

আটককৃতদেরকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments