Tuesday, July 8, 2025
Google search engine
Homeঅপরাধবহালতবিয়তে শওকত আকবর, জালিয়াতি প্রতারণা, অপরাধ কর্মকাণ্ডে অতিষ্ঠ মালিবাগসহ ৭ গ্রামবাসী

বহালতবিয়তে শওকত আকবর, জালিয়াতি প্রতারণা, অপরাধ কর্মকাণ্ডে অতিষ্ঠ মালিবাগসহ ৭ গ্রামবাসী


বন্দর(নারায়ণগঞ্জ) প্রতিনিধি
:- ফ্যাসিস্ট শেখ হাসিনা  সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ও এমপিদের আস্তভাজন শওকত আকবর বন্দরের মালিবাগ এলাকায়  গড়ে তুলে একক  আদিপত্য ও এক সন্ত্রাসী বাহিনী। আওয়ামীলীগের দলীয় প্রভাবে জমি  দখল,  প্রতারণা, বিএনপি নেতাকর্মীদের পুলিশি হয়রানি  সহ  নানা অপকর্মে হোতা শওকত আকবর বহাল তবিয়তে।  হাসিনা ও তার মন্ত্রী- এমপিরা  দেশ ছেড়ে পালিয়ে গেলেও শওকত আকবর এখনো প্রভাব বিস্তার করে  ভাগিয়ে নিতে  যাচ্ছেন মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদ। পেশায় তিনি একজন শিক্ষক হলেও এলাকায় রয়েছে তার  সন্ত্রাসী বাহিনী। একক আদিপত্য বিস্তারে অতিষ্ঠ মালিবাগ সহ আশপাশের  ৭-৮ গ্রামের মামুষ। শওকত আকবর  জমি ক্রয়বিক্রয় জাল জালিয়াতি ও অর্থ  আত্নসাতের ঘটনায়  জোসনা নামে এক নারী মানষিক রোগী হয়ে পড়েছে বলে এলাকাবাসীর অভিযোগ।  

স্থানীয় সূত্রে জানাগেছে, বন্দরের মালিবাগ গ্রামের  আনোয়ার হোসেন প্রধানের ছেলে শওকত আকবর আওয়ামীলীগের দলীয়  পদপদবিতে না থাকলেও সাবেক এমপি শামীম ওসমান, এমপি নজরুল ইসলাম বাবু, মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সিদ্ধিরগঞ্জের নাসিক কাউন্সিলর মতিউর রহমান মতি ও বন্দর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এমএ রশীদ সহ আরো একাধিক নেতা  আমন্ত্রিত অতিথি  হয়ে আসতেন  তার বাড়িতে।  আওয়ামীলীগের  শীর্ষ  মন্ত্রী এমপিদের আগমনে বেপরোয়া হয়ে উঠে শওকত আকবর। ছোট ভাই  ইমরুল কায়েস ইমনের  নামে গড়ে তুলেছে এক সন্ত্রাসী বাহিনী।  এ বাহিনী নিয়ন্ত্রণে  জমিদখল,  মাদক কারবারি ও  ঢাকা- চট্রগ্রাম মহাসড়কে ছিনতাই ডাকাতি সহ নানা অপরাধ কর্মকাণ্ড।  পাশ্ববর্তী বটতলা গ্রামের হাবিবুল্লাহ মিয়ার ছেলে স্থানীয় বিএনপি কর্মী  মঞ্জু মিয়ার জমি জোর পূর্বক দখলের চেষ্টা করে শওকত আকবর। পরে  নিজ ভবনে ডাকাতির নাটক সাজিয়ে জমির মালিক মঞ্জুকে ডাকাতি মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে নাম মাত্র মূল্যে জমি রেজিষ্ট্রেশন করে নেয় শওকত।  কুমিল্লা মেঘনা উপজেলা সিঙ্গাপুর প্রবাসী কামাল হোসেনের কাছ থেকে  তিন শতাংশ জমি রেজিষ্ট্রেশন করে শওকত ।  পরে জমির ৯ লাখ  টাকা না  দিয়ে উল্টো সন্ত্রাসী বাহিনী দিয়ে ভয়ভীতি দেখালে প্রাণ বাঁচাতে ওই প্রবাসী পালিয়ে যায়। মুছাপুর ইউপির মালিবাগ সাবের বাড়ি এলাকার জোসনা বেগমের শেষ সম্বল ৩ শতাংশ জমি রেজিষ্ট্রেশন করে নিয়ে শওকত আকবর এখন মূল্য পরিশোধ করছে না অভিযোগ নিরীহ জোসনা বেগম তার পরিবারের। বাড়িতে এসে টাকা দিবে এই  বিশ্বাসে জমি রেজিষ্ট্রেশন করে দেয়া হয়। ওই   টাকা নিয়ে এখনো তালবাহানা, প্রতারণা  করে আসছে। এ ঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যান মাকসুদ হোসেনের বিচার প্রার্থনা করা হয়েছে বলে জোসনা বেগমের ছেলে শাহাদাত মিয়া জানিয়েছেন।  এছাড়াও শওকত আকবরের বিরুদ্ধে আরো একাধিক অপরাধ কর্মকান্ডের অভিযোগ থাকলেও এগুলো বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উল্টো মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদ ভাগিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছে।  সম্প্রতি ওই স্কুলের প্রধান শিক্ষিক মনির হোসেনকে শওকত আকবরের সন্ত্রাসী বাহিনী  হুমকিদমকি ভয়ভীতি দেখিয়েছে বলে অভিযোগ উঠেছে।  

শওকত আকবরের বিরুদ্ধে আনীত অভিযোগ তিনি  অস্বীকার করেন।  এ বিষয়ে তিতি আর কোনো মন্তব্য করতে রাজি হয়নি। 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments