আজকের সংবাদ ডেক্সঃ-
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শাহজাহান ভূঁইয়ার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।
শাহজাহান ভুইয়া উপজেলার সাদিপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি।
রোববার দুপুরে সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
পরে সন্ধ্যায় প্রবাসী সোহরাব হোসেন সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আমগাঁওয়ের প্রবাসী তাঁর বাড়ির পাশের পুকুর এক সপ্তাহ আগে মাছ চাষ করার জন্য প্রস্তুত করে। বিএনপি নেতা শাহজাহান ভূঁইয়া ও তার লোকজন প্রবাসীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবি করা চাঁদা দিতে অস্বীকার করায় রোববার দুপুরে শাহজাহানের নেতৃত্বে আলিফ ভূঁইয়া ও ফারজানা করিমসহ ১০-১২ জন তাকে মারধর করেন। একপর্যায়ে শাহজাহান বন্দুক তাক করে গুলি করে হত্যার হুমকি দেন। এ সময় তার স্ত্রী ফাহমিদা পারভীন এগিয়ে এলে তাকে পিটিয়ে আহত করা হয়।
বন্দুক তাক করে গুলি করে হত্যার হুমকির বিষয়ে জানতে চাইলে ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান ভূঁইয়া বলেন, পুকুর সংস্কারের নামে আমার গাছপালা কেটে ফেলছিল। বাঁধা দিতে গিয়ে আমি মারধরের শিকার হয়েছি। আমার বৈধ বন্দুক পরিষ্কার করার সময় কেড়ে নেয়। সেটা ফিরিয়ে আনার সময় ছবি তুলে অপপ্রচার করছে।
সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুম বলেন, ঘটনা শুনেছি। বিষয়টি তদন্ত করে দোষী প্রমাণ হলে তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হবে।
এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে ।