Tuesday, July 8, 2025
Google search engine
Homeঅপরাধভিপি নূরের সমাবেশে নেতাকর্মীদের হাতাহাতি

ভিপি নূরের সমাবেশে নেতাকর্মীদের হাতাহাতি


নিজস্ব প্রতিনিধিঃ
-ফতুল্লায় গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের যুব সমাবেশে নেতাকর্মীদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটেছে। 

শুক্রবার (২রা মে) ফতুল্লার পঞ্চবটি এলাকায় জেলা ও মহানগর যুব অধিকার পরিষদের উদ্দ্যেগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশস্থলে ভিপি নূর উপস্থিত হওয়ার কিছুক্ষন পর মঞ্চের বামপাশে এ বিশৃঙ্খলা দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভিপি নূর সমাবেশে আসলে স্লোগান দিয়ে তার পিছন পিছন আরও নেতাকর্মীরা আসেন। এসময় ভলেন্টিয়ারা তাদের পরিচয় জানতে চাইলে উত্তেজনার সৃষ্টি হয়, যা এক পর্যায় হাতাহাতিতে রূপ নেয়। পরবর্তিতে মঞ্চ থেকে আহ্বান জানালে পরিস্থিতি শান্ত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ভিপি নুর বলেন, ‘শামীম ওসমানদের আমলে নারায়ণগঞ্জ ত্রাসের রাজত্ব হিসেবে পরিচিতি পেয়েছিল। শামীম ওসমানরা প্রতিবার ক্ষমতার পালাবদলের পর পালিয়ে যায় আর নতুন শামীম ওসমানরা মাথা চাড়া দিয়ে ওঠে। আর কোন শামীম ওসমান যেন মাথা চাড়া দিয়ে না উঠতে পারে সেজন্য আপনারা সোচ্চার থাকতে.।

ভিপি নূর বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক ব্যাবস্থাকে সুসংহত করতে হবে। সেজন্য এদেশে জাতীয় নির্বাচনের কোন বিকল্প নেই। গণ অধিকার পরিষদ ৩০০ আসনে প্রার্থী দিবে। এসময় নেতাকর্মীদের প্রতিটি আসনে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments