Wednesday, July 30, 2025
Google search engine
Homeঅপরাধমারকায মাদ্রাসার জমি উদ্ধার ও বিশ্ব ইজতেমায় হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে রূপগঞ্জে বিক্ষোভ

মারকায মাদ্রাসার জমি উদ্ধার ও বিশ্ব ইজতেমায় হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে রূপগঞ্জে বিক্ষোভ


রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ
-রূপগঞ্জের তারাবো মারকায মাদ্রাসার জমি উদ্ধার ও বিশ্ব ইজতেমায় হামলারকারীদের গ্রেফতারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের তারাবো বিশ্বরোড এলাকায় বিক্ষোভ, লংমার্চ ও গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। 

২৬ ডিসেম্বর বৃহস্পতিবার রূপগঞ্জের উলামায়ে কেরাম, তাবলীগের সাথীবৃন্দ ও তৌদিহী জনতার ব্যানারে আয়োজিত এ গণজমায়েতে সভাপতিত্ব করেন সিলেট মুহতামিম দারুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতী বদরুল আলম সিলেটি।  

গণজমায়েতে বক্তব্য রাখেন মুড়াপাড়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইউসুফ ফরিদী, নাহাটি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা এমদাদুল হাশেমী, মাওলানা বেলাল মাদানী, জামিয়া কাউমিয়া মাদ্রাসার মুফতি আব্দুল কাইয়ুম, মাওলানা মাহবুব জালালাবাদী, রূপসী নিউ মডেল জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জিয়াউর রহমান আমজাদী, ইজতেমা ময়দানে হামলায় আহত মোঃ শহীদুল্লাহ প্রমুখ। সভা সঞ্চালনা করেন আল হেরা মাদ্রাসার মুফতি নুরুল হক ডহরি।

গণজমায়েতে বক্তারা বলেন,  সাদপন্থীরা কাদিয়ানী গোষ্ঠী। বিশ্ব ইজতেমায় হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। ২০১৮সাল থেকে বেদখল হওয়া তারাবো বিশ্বরোড এলাকার মারকায মাদ্রাসার জমি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করতে হবে। ই¯্রায়িল, ভারত ও ফ্যাসিস্ট আওয়ামী দোশর বর্বরোচিত হামলা ও হত্যাকারীদের শাস্তি দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। এর আগে রূপসী বাসস্ট্যান্ড থেকে লংমার্চ করে তারাবো বিশ্বরোড গোলচত্বরে তারা গণজমায়েত করে।  

উল্লেখ্য গত ১৮ডিসেম্বর বিশ্ব ইজতেমায় সাদপন্থীদের হামলায় চারজন নিহত ও কয়েক শতাধিক মানুষ আহত হয়। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments