Tuesday, July 8, 2025
Google search engine
Homeঅপরাধরূপগঞ্জে শ্রমিক অসন্তোষ ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ২০

রূপগঞ্জে শ্রমিক অসন্তোষ ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ২০


রূপগঞ্জ ( নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
-নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌথ বাহিনীর সঙ্গে একটি পোশাক কারখানার শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত ২০ জন আহতের খবর পাওয়া গেছে।

বুধবার (৯ এপ্রিল) দুপুর ১২টা থেকে প্রায় ৩ ঘণ্টাব্যাপী ঢাকা-সিলেট মহাসড়কের আউখাবো এলাকায় এ সংঘর্ষ চলে।

স্থানীয়, পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের আগে বিনা নোটিশে রোবিনটেক্স গার্মেন্টেসের ৫০জন শ্রমিককে চাকরি থেকে ছাঁটাই করা হয়। গত সোমবার সকাল থেকে রবিনটেক্স গার্মেন্টসের শ্রমিকরা ছাঁটাইয়ের প্রতিবাদে কারখানার ভেতরে অবস্থান করে। সবশেষ বুধবার সকালে শ্রমিকরা  ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করার পরিকল্পনা করে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে কাজে যোগ দেওয়ার অনুরোধ জানান। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে শ্রমিকদের বাকবিতন্ডা হয়।

এসময় শ্রমিকরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর পানির বোতল নিক্ষেপ করে। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের উপর লাঠিচার্জ করে সরিয়ে দেয়।

পরে দুপুর ১টার দিকে শ্রমিকরা কারখানার বাহিরে এসে ঢাকা-সিলেট মহাসড়কের আউখাবো এলাকায় বিদ্যুতের খুঁটি ফেলে ও টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় শ্রমিকরা কয়েকটি গাড়ি ভাংচুর করে।

ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান মিজান বলেন, শ্রমিক ছাঁটাই করার প্রতিবাদে রবিনটেক্স গার্মেন্টসের কর্মীরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করলে শ্রমিকরা উত্তেজিত হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর ইটপাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। 

নারায়ণগঞ্জ জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে আটক করা হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments