Home অপরাধ লিচু বাগানে মিললো মাদ্রাসা ছাত্রের লাশ

লিচু বাগানে মিললো মাদ্রাসা ছাত্রের লাশ

0
5


মোঃ নুর নবী জনিঃ-
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ইব্রাহিম মিয়া (৯) নামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজের ৪ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে পৌরসভার জয়রামপুর গ্রামে নিহতের বাড়ির পাশের লিচু বাগান থেকে লাশটি উদ্ধার করা হয় ।

নিহত শিশু ইব্রাহিম মিয়া পৌরসভার জয়রামপুর গ্রামের মহব্বত আলীর ছেলে।

গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে নিখোঁজ ছিল সে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে শুক্রবার রাতে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

নিহতের পিতা মহব্বত আলী জানান, শুক্রবার সন্ধ্যায় তার ছেলে নিখোঁজ হওয়ার পর বিভিন্ন স্থানে খোঁজ নিতে থাকেন। পরে ওই দিন রাত ১১ টার দিকে বাড়ির পাশের লিচু বাগানে শিশুটির পরনের পায়জামা গলায় বাঁধা অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা তার পরিবারকে খবর দেয়। এবিষয়ে ওই শিশুর পিতা জড়িতদের শাস্তি দাবি করেন। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। 

তার ছেলে ‘হত্যার’ সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

খবর পেয়ে তাৎক্ষণিক নারায়ণগঞ্জ জেলা (খ-সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমাম ঘটনাস্থল পরিদর্শন করেন, সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী জানান, হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here