Thursday, November 13, 2025
Google search engine
Homeঅন্যান্নশারদীয় দূর্গা উৎসব উপলক্ষে সোনারগাঁয়ে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা

শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে সোনারগাঁয়ে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা

মোঃনুর নবী জনিঃ-সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা সুষ্ঠ সুন্দর ও আনন্দঘন পরিবেশে পালনের লক্ষে নারায়ণগঞ্জ সোনারগাঁ থানা পুলিশ ও প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সোনারগাঁয়ে এবার ৩৩ টি পুজা মন্ডপে শারদীয় দূর্গাপুজা অনুষ্ঠিত হবে।


মঙ্গলবার সকালে সোনারগাঁ থানায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় সোনারগাঁ থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম বলেন,শারদীয় দূর্গা উৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল স্যার এর নির্দেশক্রমে সোনারগাঁ থানা পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিটি পুজা মন্ডপ এলাকায় নিরাপত্তা টহল পুলিশ এর পাশাপাশি সিসি ক্যামেরা আওতায় রাখা হবে। আইন শৃংখলা নিয়ন্ত্রনে রাখতে সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে।


এসময় সোনারগাঁ উপজেলা পুজা উদযাপন পরিষদ এর সভাপতি লোকনাথ দত্ত বলেন অতীতের ন্যায় এবারও আসন্ন দূর্গা পুজা শান্তি শৃংখলা বজায় রেখে পুজা উৎসব পালন করবেন। এতে তিনি পুলিশ প্রশাসন সাংবাদিকসহ সকলে সহযোগীতা কামনা করেন।


উক্ত মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার ওসি (অপারেশন)মহসিন, সেকেন্ড অফিসার পঙ্কজ কান্তি সরকারসহ পুজা উদযাপন কমিটির বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments