Friday, July 11, 2025
Google search engine
Homeঅন্যান্নসাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আশরাফ প্রধানের দোয়া ও ইফতার

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আশরাফ প্রধানের দোয়া ও ইফতার


নিজস্ব প্রতিনিধিঃ-
– নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার ২৬ মার্চ বিকেলে দেশনায়ক তারেক রহমানের সম্মানে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা নিউটাউন মার্কেটের ২য় তলায় চেয়াম্যান প্রার্থী মোঃ আশরাফ প্রধানের উদ্যোগে তার নিজস্ব কার্যালয়ে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

এসময় দেশ ও জাতির কল্যাণে ও সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান ও তার সহধর্মিনী সাবেক প্রধানমন্ত্রী বেগম  খালেদা জিয়া ও তারেক রহমান এর রোগমুক্তি কামনায় দোয়া করা হয়, দোয়া পরিচালনা করেন নিউ টাউন মসজিদের খতিব ও ইমাম। 

মোনাজাত শেষে আশরাফ প্রধান বলেন,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে আছেন। বিগত ফ্যাসিস্ট সরকারের রোষানলে তারেক রহমানও দেশের বাইরে। দেশের ক্রান্তিকালে তিনি দেশের বাইরে থেকেই দেশকে সঠিক পথে পরিচালিত করার জন্য বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সার্বক্ষণিক দিকনির্দেশনা দিয়েছেন। ফলে আমরা পুনরায় দ্বিতীয়বারের মতো দেশকে স্বাধীন করতে পেরেছি। আজকের এই আয়োজন দেশের দুই গুণী রাজনৈতিক দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের সম্মানার্থে করা হয়েছে।

তিনি বলেন, আমি জনগণের সেবায় নিজেকে সবসময় নিয়োজিত রাখতে চাই। উপজেলা ও পিরোজপুর ইউনিয়নের মানুষকে সঙ্গে নিয়ে একসঙ্গে পথ চলতে চাই। এলাকাবাসীর সুখে-দুঃখে তাদের পাশে থেকে তাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে চাই। আজীবন মানুষের পাশে থেকে সেবা করে যেতে চাই। 

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজুল হক ভূঁইয়া, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি জহিরুল ইসলাম,

আতাউর রহমান, মাহাবুব সরকার দানেশ সরকার ,মহসিন সরকার, সানোয়ার হোসেন , নুর নবী মাস্টার, নাজমুল হাসান রিপন, মহসিন রানা, মো,গুলুনুর রহমান, মোরশেদ আলম,শাহ জালাল সাজু,রবিউল, ইমদাদ,জজ মিয়া, সাঈদ হাসান সলু,জসিমউদদীন সরকার,শফিকুল ইসলাম মোল্লা, পিরোজপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিকসহ স্থানীয় বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments