Sunday, July 13, 2025
Google search engine
Homeঅপরাধসিদ্ধিরগঞ্জে পিস্তল-ম্যাগজিন ও গুলিসহ গ্রেপ্তার-২

সিদ্ধিরগঞ্জে পিস্তল-ম্যাগজিন ও গুলিসহ গ্রেপ্তার-২


নিজস্ব প্রতিনিধিঃ
-নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে পিস্তল-ম্যাগজিন ও তাজা গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ  । 

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিনূর আলম। 

রবিবার (৫ মে) রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের ধনকুন্ডা খালপাড় এলাকা হতে তাদের আটক করা হয়।

আটককালে তাদের দেহ তল্লাশি করে ১টি পিস্তল,১টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।  

আটকৃতরা হলো, নারায়ণগঞ্জ সদরের খানপুর এলাকার গিয়াসউদ্দিনের ছেলে আমির হোসেন ওরফে সনেট (৩৫) একই থানার গোপাল রায়ের ছেলে সজীব (৩৩)। তারা উভয় খানপুর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতেন।

পুলিশ সুত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের (এএসআই) ইলিয়াস সঙ্গী ফোর্স নিয়ে রাউন্ড ডিউটি করাকালীন সময়ে আটকদের সন্দেহ হলে তল্লাশির জন্য থামানোর চেষ্টা করে। তখন তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি পালিয়ে যাওয়ার সময়ে পুলিশকে উদ্দেশ্য করে গুলি চালানোর জন্য পিস্তল তাক করেন। একপর্যায়ে পুলিশের অতিরিক্ত ফোর্সের সহযোগিতায় আটক করতে সক্ষম হয় তাদেরকে।

সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, খানপুর এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালাতো। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের দুটি মামলা রয়েছে। এদের আটক করতে গেলে পুলিশকে গুলি করার চেষ্টা করে। তাদের থেকে যে পিস্তলটি উদ্ধার করা হয়েছে সেটি দেশী নাকি বিদেশি এখনও নিশ্চিত হতে পারিনি। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments