Thursday, November 13, 2025
Google search engine
Homeজাতীয়সুফিবাদই শান্তির পথ, ধর্মে জঙ্গিবাদ নেই ..মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক

সুফিবাদই শান্তির পথ, ধর্মে জঙ্গিবাদ নেই ..মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক


নিজস্ব প্রতিবেদকঃ-
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মুক্তিযোদ্ধা আ.ক.ম মোজাম্মেল হক এমপি বলেছেন, ইসলাম ধর্মে জঙ্গিবাদের কোন স্থান নেই। জঙ্গিরা দেশের তথা জাতির আতঙ্ক। সুফিবাদই হচ্ছে শান্তির পথ। সুফিরা নিজেকে পরিশুদ্ধ করার প্রতি মনোনিবেশ করে। সুফিরা অশান্তি চায়না। তারা চায় শান্তি। ঐতিহাসিক গাদিরে খুম দিবস উপলক্ষে জাতীয় সেমিনার ও সুফিধারা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগ ও আয়োজনে শুক্রবার (৭ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ঐতিহাসিক গাদিরে খুম দিবসের জাতীয় সেমিনার ও উৎসব পালিত হয়।

সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান শাহ সুফি আল্লামা তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক গভর্নর আল্লামা খন্দকার গোলাম মাওলা। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল, বুদ্ধিজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব মুজিবুর রহমান মঞ্জু, বিশিষ্ট শিল্পপতি মাকসুদুল ইসলাম, সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন মাঝি, উপদেষ্টা মন্ডলির সদস্য মুক্তিযোদ্ধা খোরশেদ মুজিব। বিশেষ আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এসিস্ট্যান্ট এ্যটর্নি জেনারেল সারোয়ার এ রত্নাজী, পশ্চিমবঙ্গ (ভারত) মেদেনিপুরের শহিদুল্লাহ আহমদ, স‚ফীবাদ সার্বজনীন ফাউন্ডেশনের মহাসচিব আনিসুর রহমান জাফরী, যুগ্ম মহাসচিব মাও: মহিউদ্দিন, সামসুজ্জামান চৌধুরী সজিব, নুরুল আবছার তৈয়বী,হাফিজুল আবেদিন রাসেল। অনুষ্ঠানে মহানবী (সাঃ)’র বিদায় হজ্বের ভাষন ও ঐতিহাসিক গাদিরে খুম নামক স্থান এবং শের এ খোদা মাওলা আলী (রা:)কে নেতা নির্বাচন করে যাওয়ার ইতিহাস নিয়ে গভীর আলোকপাত করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন (এস এস এফ বি)র নির্বাচন কমিশনার কামরুজ্জামান সালাম, সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন (এস এস এফ বি)র যুগ্ম মহাসচিব সাংবাদিক মাহবুবুল ইসলাম (সুমন শাহ্) এড: নাসিম, হারুন অর রশিদ, সুফি জহিরুল হক, ইউসুফ রহমান কাদরী, জসিম উদ্দিন ওয়ায়েসি, মুহসিন শাহ্, সুফি রাসেদুল ইসলাম সহ আরো অনেকে। অনুষ্ঠানে জাতীয় সেমিনারের পর বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। শেষে সুফিধারার মনোজ্ঞ গান পরিবেশন করেন আগত সুফি শিল্পিবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments