Tuesday, July 15, 2025
Google search engine
Homeনারায়ণগঞ্জসোনারগাঁয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা

সোনারগাঁয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা


মোঃ নুর নবী জনিঃ
নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার আইন শৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার দুপর সাড়ে ১২ টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত পরিস্থিতি স্বাভাবিক করণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মনজুরুল মোর্শেদ,সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা,ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর শাহানারা আঁচল,এসিসেন্ট প্রোগ্রামার ফাতেমা তুজ জান্নাত, উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানা, সকল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানগণ, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় সাংবাদিক বৃন্দ সহ সকল দপ্তরের কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা প্রতিটি ইউনিয়নের বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন, ইভটিজিং, চুরি, জঙ্গিবাদ, ছিনতাইকারী, মাদক নিয়ন্ত্রণে কঠোর ভূমিকা ও পুলিশ সদস্যদের নিয়মিত টহল আরো জোরদারসহ নানা দিক নিয়ে আলোচনা হয়। 

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান বলেন, সোনারগাঁয়ে কোন ধরনের বাল্যবিবাহ, ইভটিজিং করতে দেয়া হবে না। যেকোনো ধরনের বিশৃঙ্খলাকারী সহ মাদক ব্যবসায়ী সন্ত্রাসী  ও চাঁদাবাজদের সামান্যতম ছাড় দেয়া হবে না যেকোনো মূল্যে তাদের প্রতিহত করা হবে। সেই সাথে আইন-শৃঙ্খলা এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে কাজ করে যেতে হবে এবং সোনারগাঁ এলাকায় সাধারণ জনগণের মধ্যে সজাগ দৃষ্টি রাখতে সচেতন করতে হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments