Home অপরাধ সোনারগাঁয়ে ককটেল ফাটিয়ে কোটি টাকার মালামাল লুট,যুবদল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

সোনারগাঁয়ে ককটেল ফাটিয়ে কোটি টাকার মালামাল লুট,যুবদল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

0
4


নিজস্ব প্রতিনিধিঃ-
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ককটেল ফাটিয়ে টেক্সটাইল মিল থেকে প্রায় ১ কোটি টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে যুবদল নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে। এবিষয়ে আনোয়ার হোসেন নামে এক ব্যবসায়ী বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ করে ও ১০০/১৫০ জনকে অজ্ঞাত নামা বিবাদী করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেনঃ-মোঃ আশরাফ ভূঁইয়া (৪৫), মোতালেব মেম্বার (৪০), মুছা মিয়া (৩৮), দিপু মিয়া (৪০), নাঈম (৩০), মোঃ আরিফ (৩২), মোক্তার (৩০), আজিজ (৪০), ইসলাম (৩২),আঃ আজিজ মিয়া (৪৫), মোঃ দৌলত, মোঃ খোকা মিয়া (৪২), ওয়াসিম (৩২), নুরুদ্দিন (৫০), সফিকুল সফু, ইব্রাহিম (৩৫), মহসিন (৪০),ইসমাঈল (৪২), ও মোঃ রহিম (৩০) সহ অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জন। 

অভিযোগসূত্রে জানা যায়, সোনারগাঁ থানা যুবদল নেতা আশরাফ ভুইয়া ও মোতালেব মেম্বারের নেতৃত্বে বিএনপি ও যুব দলের নাম ভাঙ্গিয়ে তার সহযোগীরা এ এন জেড টেক্সটাইল মিলের নির্মাণকাজে বাঁধা দিয়ে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করেন, চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা বুধবার সকালে গুলি, ককটেল, রামদা, ছুরি, লাঠিসোঠা দিয়ে প্রতিষ্ঠানের কনস্ট্রাকশন কাজের শ্রমিকদের জিম্মি করে ককটেল বিস্ফোরণ ও এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করে ৩৪ টন রড, ৭০০ বস্তা সিমেন্ট, ৩০ টন আইভীম যাহার অনুমান বাজার মূল্য প্রায় ১ কোটি টাকার নির্মাণাধীন সামগ্রী প্রকাশ্যে নিয়ে যায়। এসময় কোম্পানির লোক পুলিশকে খবর দিলে পুলিশ আসার আগেই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে হামলাকারীরা পালিয়ে যায়। 

এছারাও নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী ও ভুক্তভুগি জানায়, আশরাফ ভুইয়া ৫ ই আগস্টের পর থেকে বিএনপি ও যুবদলের নাম ভাঙ্গিয়ে জামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করে যাচ্ছে, তার যন্ত্রণায় অতিষ্ঠ হইয়াছে এলাকাবাসী, এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তারা। 

অভিযুক্ত যুবদল নেতা আশরাফ ভুইয়া এবিষয়ে বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। এর আগেও আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছিল। মালামাল লুটের সঙ্গে আমি জড়িত নই।

এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী জানান, বিএনপি নেতাদের বিরুদ্ধে কোটি টাকার মালামাল লুটের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here