Thursday, November 13, 2025
Google search engine
HomeUncategorizedসোনারগাঁয়ে খাদ্য অধিদপ্তরের অভিযানে এলসন ফুডকে ৩ লক্ষ টাকা জরিমানা

সোনারগাঁয়ে খাদ্য অধিদপ্তরের অভিযানে এলসন ফুডকে ৩ লক্ষ টাকা জরিমানা


মোঃ নুর নবী জনিঃ
-বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত এলসন গ্রুপে অভিযান চালিয়েছে।

সোমবার দুপুরে উপজেলার কাঁচপুর ইউপির বিসিক শিল্পনগরী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য তৈরি ও মেয়াদ উত্তীর্ণ পন্য পাওয়ায় এলসন ফুডকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়। 

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা এ অভিযান পরিচালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা নিরাপদ খাদ্য অফিসার সুরাইয়া সাইদুন নাহার, নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি টিমসহ অন্যান্যরা।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা জানান, দীর্ঘদিন যাবৎ সোনারগাঁয়ের কাঁচপুর বিসিক এলাকায় নুরুল ইসলামের মালিকানাধীন কোম্পানী এলসন ফুডে অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য লিচু, কেক, ও ক্যান্ডি চকালেট উৎপাদন হয়ে আসছিল। তারই পেক্ষিতে অভিযান পরিচালনা করা হলে। উৎপাদিত পণ্য মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে পাওয়া যাওয়ার কারনে  ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে এক বছরের সশ্রম কারান্ড প্রদান করা হয়। এছাড়া আগামী ১ মাসের মধ্যে এই কোম্পানীর উৎপাদন পরিবেশ ঠিক করা না হলে আগামীতে তাদের বড় ধরণের শাস্তি প্রদান করা হবে। ভবিষ্যতেও তাদের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments