Home অপরাধ সোনারগাঁয়ে গাঁজাসহ দুই নারী আটক

সোনারগাঁয়ে গাঁজাসহ দুই নারী আটক

0
5


মোঃ নুর নবী জনিঃ
– নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের অভিযানে ৮ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারি কে আটক করেছে পুলিশ। 

গতকাল শনিবার বিষয়টি নিশ্চিত করেছে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী। 

এর আগে গত শুক্রবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষারিয়ারচর মেঘনা টোল প্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত নারী মাদক ব্যবসায়ি কুমিল্লা জেলার কোতোয়ালি থানার গোলাবাড়ী এলাকার মৃত আবুল হোসেনের মেয়ে ও মৃত আলী নেওয়াজ এর স্ত্রী দুলু বেগম(৬০) এবং অপর নারী মাদক ব্যবসায়ি একি জেলার দেবিদ্বার থানার রাজা মিয়া মাহার বাড়ী এলাকার মৃত মনির হোসেনের মেয়ে ও রিপন হোসেন এর স্ত্রী রাবেয়া আক্তার সুইটি(২০)।

পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রী ছাউনির সামনে গাড়ী এবং যানবাহন তল্লাসীকালে ওই নারীদের হাতে থাকা প্লাস্টিকের বাজারের ব্যাগসহ মেঘনা টোল প্লাজার পশ্চিম পার্শ্বে যাত্রী ছাউনির সামনে থেকে বাসে তল্লাশি করে তাদের আটক করলে নারী পুলিশ দিয়ে তার তল্লাসীতে মোট ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ১লক্ষ ৬০ হাজার টাকা।

আটককৃত নারীদের নামে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here