Home অপরাধ সোনারগাঁয়ে ছেলের ছুরিকাঘাতে পিতার হত্যার ঘটনায় ছেলে গ্রেফতার

সোনারগাঁয়ে ছেলের ছুরিকাঘাতে পিতার হত্যার ঘটনায় ছেলে গ্রেফতার

0
3


মোঃ নুর নবী জনিঃ
– নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পিতার হত্যার ঘটনায় ছেলে রিফাতকে (২০) গ্রেফতার করা হয়েছে। 

রোববার সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় । বিষয়টি নিশ্চিত করুন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী।

পুলিশ জানায়,রোববার সন্ধায় রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকা থেকে আসামী রিফাত কে গ্রেফতার করা হয়। এঘটনায় নিহত শফিকুল ইসলামের স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে তার ছেলে রিফাত কে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে সোমবার দুপুরে তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোহাম্মদ আব্দুল বারী জানান,ছেলের ছুরিকাঘাতে পিতা হত্যার ঘটনায় মামলা গ্রহণ ও আসামী গ্রেফতার করে  জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য রোববার বেলা ১১টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের নিহত শফিকুল ইসলাম (৪৫) এর কাছে মাদকাসক্ত ছেলে রিফাত পিতার কাছে ২ হাজার টাকা চাইলে না দেয়ায় কথা কাটাকাটির একপর্যায়ে ছুড়িকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।  এসময় ঘটনাস্থলেই শফিকুল ইসলামের মৃত্যু হয়। 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here