Sunday, July 6, 2025
Google search engine
Homeঅপরাধসোনারগাঁয়ে জোরপূর্বক জমি দখল, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি

সোনারগাঁয়ে জোরপূর্বক জমি দখল, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ-
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী এলাকার বামনা দিঘীরপাড় গ্রামে মোঃ তমিজ উদ্দিন নামে এক ব্যক্তির জমি জোরপূর্বক দখল, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

২৮ এপ্রিল সোমবার বিকেলে এ ঘটনায় জমির মালিক ভূক্তভোগী মো. তমিজ উদ্দিন সোনারগাঁ থানায় এই অভিযোগ দায়ের করেন।

ভূক্তভোগী মোঃ তমিজ উদ্দিন অভিযোগে জানান, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী মৌজায় এস,এ দাগ- ৪৭৩ ও আর,এস দাগ-৬৫০ নং এ ৩২ শতাংশের কাতে ১৬ শতাংশ ও এস,এ-৪৭২, আর,এস-৬৪৯ দাগে ৩৫ শতাংশের কাতে ৫ শতাংশ একুনে দুই দাগে ২১ শতাংশ জমি বিভিন্ন দলিল মূলে ও আংশিক পৈত্রিক ওয়ারিশ সূত্রে মালিক আমি। সেখানে প্রায় ৪০/৫০ বছর যাবৎ জমির চারদিকে বাউন্ডারি দেয়াল নির্মাণ করে বিভিন্ন ফল ও বনজ গাছ রোপণ করে শান্তিপূর্ণভাবে ওই জমি ভোগ দখল করে আসছি। এছাড়াও সেখানে একটি চৌচালা টিনের ঘর নির্মাণ করে বিদ্যুৎ সংযোগ নিয়ে খাজনা খারিজ করে এবং ইউনিয়ন পরিষদ থেকে বাড়ির হোল্ডিং নাম্বার গ্রহণ করে ভাড়া দিয়ে ভোগ দখলে আছি।

সম্প্রতি আমার প্রতিবেশী মৃত. মোঃ আক্কল আলীর ছেলে মোঃ রফিক (৪৮), মৃত. আফির উদ্দিনের ছেলে শাহ আলম (৪৫), হযরত আলীর স্ত্রী (৫৫), মৃত. আব্দুল বাতেনের ছেলে সাদ্দাম হোসেন (৩২) গংরা বিভিন্ন সময় আমার উক্ত সম্পত্তি দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখল করার পায়তাঁরা করে আসছে। আমরা বাঁধা দিলে তারা আমার নিকট ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে ও বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাননাশের হুমকি প্রদান করে। এদিকে গত ২৮ এপ্রিল সোমবার সকাল ১০টায় আমার জমিতে লাগানো লিচু গাছ থেকে আমার ভাই আবুল কালাম ও তার ছেলে রায়হান লিচু পাড়তে গেলে উক্ত আসামীরা তাদেরকে বাঁধা দেয়। এসময় আমার ভাই ও ভাতিজা প্রতিবাদ করলে আসামীরা তাদেরকে বিভিন্ন ভয়ভীতি, গালাগাল, জানমালের ক্ষয়ক্ষতিসহ প্রাননাশের হুমকি দেয়। এক পর্যায়ে আসামীরা আমার জমিতে লাগানো ৭টি লিচু গাছের আনুমানিক ১২ হাজার টাকা মূল্যের লিচু জোরপূর্বক পাড়িয়া নিয়া যায়। এমতাবস্থায় আমি আমার পরিবারসহ সকলেই চরম নিরাপত্তাহীণতায় ভুগছি।

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদেরকে পাওয়া যায় নি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান জানান, এ ঘটনার একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments