নিজস্ব প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী (বিরু)’র নিজ অর্থায়নে সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের উটমা এলাকায় এশিয়ান হাইওয়ে সড়ক থেকে আমবাগ সংযোগ সড়ক পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছে বলে জানা গেছে এবং এতে করে অত্র অঞ্চলের অসংখ্য জনসাধারণের চলাচল ব্যবস্থা সুগম হলো বলে মন্তব্য স্থানীয়দের। জনস্বার্থে রাস্তা নির্মাণ করে দেয়ায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করে ডাঃ বিরুর জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন। (৭ মার্চ) বৃহস্পতিবার সকাল ১১টায় ডাঃ আবু জাফর চৌধুরী (বিরু) দোয়া ও ফিতা কেটে উক্ত রাস্তার শুভ উদ্বোধন ঘোষণা করেন। এসময় অত্র জামপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান শাহ মোঃ আবু হানিফ, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির ট্রেড ইউনিয়ন সমন্বয় বিষয়ক সম্পাদক ফিরোজ হোসাইন, আওয়ামী লীগ নেতা এডভোকেট শাহাজাদা ভূঁইয়া ও দেওয়ান মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক লিপন চৌধুরী, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জাকির হোসেন জাকু, সাবেক সাধারণ সম্পাদক মোমেন মিয়া, সাবেক সিনিয়র সহ-সভাপতি আমির হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক সাগর চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক আঃ হালিম, জামপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি দেওয়ান আল মামুন, জামপুর ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোখলেছুর রহমান মোল্লা, জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আঃ আলিম, সাংগঠনিক সম্পাদক আওলাদ, সহ-সভাপতি মোবারক সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা এবং স্থানীয় অসংখ্য জনসাধারণ উপস্থিত ছিলেন।




