Sunday, July 6, 2025
Google search engine
Homeঅপরাধসোনারগাঁয়ে দুই ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপার্দ

সোনারগাঁয়ে দুই ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপার্দ


মোঃ নুর নবী জনিঃ
-নারায়ণগঞ্জ সোনারগাঁ পৌরসভায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় দুই ডাকাতকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

মঙ্গলবার দিবাগত রাতে এলাকাবাসী তাদের আটক করে পরে পুলিশে কাছে হস্তান্তর করেন। 

আটককৃতরা হলো পৌরসভা রাইজদিয়া এলাকার নায়েব আলীর ছেলে জাহের (৫৫) এবং রহমত আলীর ছেলে ইমন।

জানাগেছে,গত রোববার দিবাগত রাত ২টার দিকে ৮ থেকে ১০ জনের একটি ডাকাতদল পৌরসভার নোয়াইল গ্রামে ব্যবসায়ী মামুনের বাড়িতে হানা দেয়। তারা ঘরে প্রবেশ করে আলমারিতে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করার চেষ্টা করে।

এ সময় মামুনের স্ত্রী মনি আক্তার ডাকাতদের বাঁধা দিলে তাকে কুপিয়ে আহত করে ডাকাতরা নগদ ২২ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণ ও ৫টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। 

পরে স্থানীয়রা আহত মনি আক্তারকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার রাতে ডাকাতির পরের দিন মঙ্গলবার রাতে ডাকাতদল আবারও ওই এলাকায় ঘোরাফেরা করছিল। ডাকাতি হওয়া বাড়ির লোকজন তাদের চিনতে পারেন এবং এলাকাবাসী একত্রিত হয়ে তাদের ধাওয়া দিয়ে দুইজনকে আটক করে,এসময় তাদের সাথের সঙ্গীরা পালিয়ে যায়।

পরে থানা পুলিশের একটি টিম এসে আটকৃত দুই ডাকাতকে থানায় নিয়ে যায়। 

এবিষয়ে সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী জানান, দুই ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। ঘটনাস্থল থেকে তাদের থানায় নিয়ে আসা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments