Home অপরাধ সোনারগাঁয়ে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা

সোনারগাঁয়ে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা

0
4


মোঃ নুর নবী জনিঃ-
পারিবারিক কলহের জের ধরে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে শরীরে কেরোসিন তৈল ঢেলে মোঃ আশিকুর রহমান (৩০) নামে এক যুবক শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। 

 

ওই যুবক আশিকুর রহমান উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দড়িগাঁও গ্রামের মোশাররফ হোসেনের ছেলে এবং শম্ভুপুরা ইউনিয়ন ৮ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আশিকুর রহমান গত সোমবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে পারিবারিক কলহের জের ধরে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন। এ সময় আশাপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে জাতীয় বার্ন অ্যন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করান। পরে বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এবিষয়ে সোনারগাঁ থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে পরে বিস্তারিত বলা যাবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here