Thursday, July 10, 2025
Google search engine
Homeঅপরাসোনারগাঁয়ে প্রবাসীকে অপহরণ ও হত্যা মামলার আসামী গ্রেপ্তার

সোনারগাঁয়ে প্রবাসীকে অপহরণ ও হত্যা মামলার আসামী গ্রেপ্তার


সোনারগাঁ প্রতিনিধিঃ
-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মোহাম্মদ আলী নামের এক প্রবাসীকে অপহরণ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামী সামসুজ্জামান মোল্লা রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত সামসুজ্জামান মোল্লা রনি সাতভাইয়া পাড়া এলাকার মৃত আব্দুল বাসেদ মিয়ার ছেলে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আশিক মিয়া হত্যা মামলার ১৩৫নং আসামী। 

তবে রনি মোল্লার পরিবারের পক্ষ থেকে অপহরণের বিষয়টি অস্বীকার করেছেন। মোহাম্মদ আলী ডেনমার্কে লোক পাঠানোর কথা বলে সামসুজ্জামান রনির কাছ থেকে ৯০ লাখ টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায়। পরে রনি তাকে পেয়ে ডেকে নিয়ে এনে টাকা উদ্ধারের চেষ্টা করেন।

পুলিশ জানায়, সামসুজ্জামান মোল্লা রনির সাথে মদনপুর চাঁনপুর এলাকার ডেনমার্ক প্রবাসী মোহাম্মদ আলীর পূর্ব শত্রুতা চলে আসছিল। এরই প্রেক্ষিতে গত ২৫ জানুয়ারী শনিবার মদনপুর এলাকা থেকে মোহাম্মদ আলীকে অপহরণ করে মুক্তিপন হিসেবে এক কোটি টাকা দাবি করা হয়। এঘটনায় অপহৃত প্রবাসীর স্ত্রী শরমিলা বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন। 

পরে বৃহস্পতিবার সকালে সাতভাইয়া পাড়া এলাকায়  পুলিশ অভিযান চালিয়ে সামসুজ্জামান রনিকে গ্রেপ্তার করে। 

পুলিশ আরো জানায়, গত ৪ আগষ্ট বিকেলে কাঁচপুর কলাপট্টি এলাকায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পন্ড করার জন্য ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে গুলি ছোড়ে। এসময় কাঁচপুর বিসিকে কর্মরত মক্কা ইন্ড্রাষ্ট্রিজের শ্রমিক আশিক মিয়া গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ২২ আগষ্ট নিহতের মা কুলসুম বেগম ১৬৫জনের নাম উল্লেখসহ আরো ২শ থেকে ৩শ জনকে আসামী করে সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তারকৃত সামসুজ্জামান মোল্লা রনি ১৩৫ নং আসামী ।

এদিকে গ্রেপ্তারকৃত রনির বড় ভাই মনির হোসেন জানান, মোহাম্মদ আলী ডেনমার্কে লোক পাঠানোর কথা বলে রনির কাছ থেকে ৯০ লাখ টাকা নিয়ে আত্মগোপনে চলে যায়। যাদের কাছ থেকে রনি টাকা নিয়েছে তারাও তাকে টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিচ্ছেন। মোহাম্মদ আলী প্রকাশ্যে আসার পর তাকে ডেকে এনে টাকা উদ্ধারের চেষ্টা করেন। তবে তাকে অপহরণ করা হয়নি বলে জানান।

এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোহাম্মদ আব্দুল বারী জানান, রনিকে অপহরণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল আদালতে পাঠানো হবে। পরবর্তীতে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় এরেস্ট দেখানো হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments