Tuesday, July 15, 2025
Google search engine
Homeঅপরাধসোনারগাঁয়ে ফেনসিডিল ও গাঁজাসহ দুই যুবক আটক

সোনারগাঁয়ে ফেনসিডিল ও গাঁজাসহ দুই যুবক আটক


জনিঃ
-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে থানা পুলিশের অভিযানে ১০০ বোতল ফেনসিডিল ও ১৬ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়েছে। 

শনিবার (২৫শে জানুয়ারি) উপজেলার মেঘনা টোলপ্লাজা এলাকা হতে তাদের আটক করা হয়। এসময় মাদকদ্রব্য বহন কাজে একটি পিক-আপ ভ্যান জব্দ করা হয়। 

আটককৃতরা হলোঃ–কুমিল্লার কোতয়ালী থানার সুজানগর এলাকার নজরুল ইসলামের ছেলে নাজমুল (২৮) ও একই জেলা ও থানার খামার কৃষ্ণপুর এলাকার মৃত মর্তুজ আলীর ছেলে কামরুজ্জামান (২৮)।

পুলিশ জানায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোলপ্লাজা এলাকায় পুলিশের অভিযান পরিচালনা করার সময় কুমিল্লা থেকে ঢাকা গামী একটি পিকআপ গাড়ীকে সংকেত দিয়া থামানো হয়। এসময় গাড়ী থেকে দুইজন লোক নেমে কৌশলে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। এরপর তাদের কাছে থেকে ১৬ কেজি গাঁজা ও ১০০ বাতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী জানান, আটককৃতদের মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে বললাম পরবর্তী কার্যক্রমের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments